প্রতিবেদন : বুধবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এদিন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং বিধায়ক বিবেক গুপ্তার হাত ধরেই দলে ফিরলেন তিনি। বেশ কিছুদিন ধরেই বিজেপির বিরুদ্ধে মুখ খুলছিলেন রায়গঞ্জের বিধায়ক। নিজের অফিস থেকে বিজেপির ফেস্টুনও খুলে ফেলেছিলেন। অবশেষে বুধবার দলে এলেন তিনি।
আরও পড়ুন : আশাকর্মীদের বাড়তি ভাতা
দলে যোগ দিয়ে কৃষ্ণ কল্যাণী বলেছেন, বিজেপিতে কাজের পরিবেশ নেই, মূল্যায়নও নেই। আছে শুধু ষড়যন্ত্র। ষড়যন্ত্রের হাতিয়ার নিয়ে ভোটে জেতা যায় না। কেন্দ্রীয় সরকার ফরমান জারি করে দেশকে বিপদে ফেলেছে। বিজেপির জমানায় মা-বোনেদের হাতেই কোনও টাকা নেই। তাঁদের কাছে তো লক্ষ্মীর ভাণ্ডার থাকত আগে। যা দিয়ে দুঃসময়ে সংসার চালাতেন মা-কাকিমারা। এখন সেসব অতীত। কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা-বােনেদের লক্ষ্মীর ভাণ্ডার ফিরিয়ে দিয়েছেন। এখন সত্যিই লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে। এদিন দলে যোগ দিয়ে বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরীকেও একহাত নিয়েছেন তিনি। তাঁর লোকসভা কেন্দ্রের মানুষ তাঁকে কোনওদিন খুঁজেই পায় না। নাম না করে বিরোধী দলনেতাকেও তুলোধোনা করেছেন কৃষ্ণ কল্যাণী। তাঁর কথায়, এখন একজন সনাতন হিন্দু্ বলে পরিচয় দিচ্ছে। উনি তো এক বছরের সনাতন। তাঁর কাছ থেকে কােনও জ্ঞান শুনতে চাই না। কৃষ্ণ কল্যাণীর হাতে দলীয় পতাকা তুলে দিয়ে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, বাংলার মুখ্যমন্ত্রী ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতে কৃষ্ণ কল্যাণী তৃণমূল কংগ্রেসে ফিরলেন। বিজেপিতে ওঁর মতো বিধায়ক কাজ করতে পারছিলেন না। এখন থেকে দলের নির্দেশমতো বাংলার উন্নয়নে কাজ করবেন কৃষ্ণ কল্যাণী।