প্রতিবেদন : শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে (India- semi-final) পৌঁছল রোহিত শর্মার ভারত। এদিন ভারতীয় দলের পারফরম্যান্সের কাছে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগেই কার্যত মাত করে দিয়েছে টিম ইন্ডিয়া (India- semi-final)। মনে হল এশিয়া কাপ ফাইনালের হাইলাইটস। কলম্বোয় ১২ রানে অর্ধেক ইনিংস গুটিয়েছিল শ্রীলঙ্কার। এখানে ১৪ রানে ৫ উইকেট। কলম্বোয় সিরাজে বিধ্বস্ত হয়েছিল শ্রীলঙ্কা। ১৫.২ ওভারে ৫০। মুম্বইয়ে ভারতীয় পেসের সম্মিলিত শক্তির কাছে সামান্য ভাল, ১৯.৪ ওভারে ৫৫। বিশ্বকাপে সর্বনিম্ন রান কানাডার, ৩৬। অল্পের জন্য রক্ষা পেল। সর্ববৃহৎ জয় অস্ট্রেলিয়ার, ৩০৫। সেটাও বেঁচে গেল। তবে ৩০২ রানের মহাজয়ে ভারত শীর্ষেই। এবার সাতে সাত। নিশ্চিত হল সেমিফাইনাল।