প্রতিবেদন : অবাক হওয়ারই কথা। কিন্তু সমীক্ষা রিপোর্টই দিচ্ছে এই নতুন তথ্য। টাইপ টু ডায়াবেটিসের (Diabetes) কারণের তালিকায় এবারে জায়গা করে নিল বায়ুদূষণ। এতদিন এই ধরনের ডায়াবেটিসের (Diabetes) নেপথ্য কারণ ছিল মূলত ৩টি বিষয়। ইনহেরিটেন্স বা বংশগতির ধারা, স্ট্রেসফুল লাইফ ইভেন্ট অর্থাৎ উদ্বেগ, মানসিক চাপ কিংবা অবসাদ-বিষণ্ণতা এবং সেডেন্টারি লাইফস্টাইল। অর্থাৎ অপর্যাপ্ত দৈহিক তৎপরতা। এবার সমীক্ষা-রিপোর্ট কিন্তু বলছে, ২.৫ মাইক্রনের থেকেও ছোট অতিসূক্ষ্ম ধূলিকণা শ্বাসযন্ত্রের মাধ্যমে রক্তে প্রবেশ করে ইনসুলিনের কাজে বাধা দেয়। বলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায়। পরিণতি টাইপ-টু ডায়াবেটিস। নিঃশব্দ ঘাতক। যার হাত ধরে আসতে পারে হৃদরোগও। লক্ষণীয়, ৮ জনের একটি গবেষক দল দেশের ২ শহরে ৭ বছর ধরে এই গবেষণা এবং সমীক্ষা চালান।