প্রতিবেদন : অবিজেপি রাজ্যগুলিতে মোদি সরকারের নির্দেশে চরম স্বেচ্ছাচারী আচরণ চালাচ্ছেন কেন্দ্রের মনোনীত প্রতিনিধি রাজ্যপালরা। বিধানসভায় পাশ হওয়া বিল আটকে রাখা থেকে নির্বাচিত রাজ্য সরকারগুলিকে সর্বাত্মক অসহযোগিতা, সবই করা হচ্ছে বিজেপির অঙ্গুলিহেলনে। রাজ্যপালদের এই অসাংবিধানিক মনোভাবের প্রতিবাদে তামিলনাড়ু এবং পাঞ্জাবের পর এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হল বামশাসিত কেরলও। বৃহস্পতিবার রাজ্যপালের (Arif Mohammed Khan) বিরুদ্ধে মুলতুবি থাকা বিল এবং অন্যান্য সমস্যা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পিনারাই বিজয়ন সরকার।
প্রসঙ্গত, কেরল সরকার বিধানসভায় পাশ হওয়া আটটি বিলের বিষয়ে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের (Arif Mohammed Khan) নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে। রাজ্যের অভিযোগ, এই বিলগুলির মধ্যে অনেকগুলি জনসাধারণের স্বার্থের সঙ্গে সরাসরি জড়িত। সুপ্রিম কোর্টে কেরল সরকারের আবেদনে বলা হয়েছে, তিনটি বিল দুই বছরেরও বেশি সময় ধরে রাজ্যপালের কাছে পড়ে আছে এবং আরও তিনটি বিল এক বছরের বেশি সময় ধরে ঝুলিয়ে রেখেছেন রাজ্যপাল। রাজ্যপালের এই আচরণ আইনের শাসন এবং গণতান্ত্রিক সুশাসন সহ সংবিধানের মৌলিক ভিত্তিগুলিকে পরাজিত ও বিপর্যস্ত করার নামান্তর। জনগণের অধিকারকে রক্ষা করার পাশাপাশি কল্যাণমূলক ব্যবস্থা বাস্তবায়নের জন্য বিলগুলির দ্রুত নিষ্পত্তি চেয়ে শীর্ষ আদালতের হস্তক্ষেপ দাবি করেছে কেরল সরকার। অভিযোগ করা হয়েছে, অনির্দিষ্টকাল বিল আটকে রেখে নিজের সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না রাজ্যপাল।
আরও পড়ুন- বন্যা দুর্গতদের জন্য বিশেষ দুয়ারে সরকার শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর