নয়াদিল্লি, ৪ নভেম্বর : নীরজ চোপড়া (Neeraj Chopra) আর সাফল্য যেন সমার্থক। জ্যাভলিন হাতে একের পর এক আন্তর্জাতিক টুর্নামেন্টে দেশের মুখ উজ্জ্বল করেছেন নীরজ। শেষ কয়েক বছরে অলিম্পিক, এশিয়ান গেমস, ডায়মন্ড লিগ, বিশ্ব চ্যাম্পিয়নশিপ—সব টুর্নামেন্টেই সোনা জিতেছেন তিনি। যদিও এত সাফল্যের পরেও মাথা ঘুরছে না বিশ্বের এক নম্বর জ্যাভলিন থ্রোয়ারের। বরং সাফল্যের চূড়ায় বসে কঠিন সময়ের কথা মনে করিয়ে দিচ্ছেন সবাইকে।
ভারতের সোনার ছেলের বক্তব্য, এই জায়গায় পৌঁছতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। একটা সময় তো পরপর হেরেছি। ২০১৭ সালে ডায়মন্ড লিগ দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলা শুরু করেছিলাম। ২০২১ সাল পর্যন্ত টানা হেরেছি। অবশেষে ২০২২ সালে প্রথমবার ডায়মন্ড লিগে পদক জিতি। আজ আমাকে যে জায়গায় দেখছেন, সেখানে রাতারাতি পৌঁছে যাইনি।
নীরজ (Neeraj Chopra) আরও বলেন, চোটের কারণে ২০১৯ সালের প্রায় পুরোটাই ট্র্যাকের বাইরে কাটাতে হয়েছিল। তারপর কোভিড এসে গেল। তবে ২০২১ টোকিও অলিম্পিক আমার কেরিয়ারের টার্নিং পয়েন্ট। ওখান থেকেই আমার পারফরম্যান্স গ্রাফ উঠতে শুরু করে। আত্মবিশ্বাসও বাড়ে। তাই টানা সাফল্য পেলেও উচ্ছ্বাসে ভেসে যাই না। কারণ আমি ব্যর্থতাকে খুব কাছ থেকে দেখেছি। হারকে মেনে নিতে শিখেছি।
আরও পড়ুন-শামিদের বিরুদ্ধে সেরাটা চান বাভুমারা