প্রতিবেদন : আগামী, সোমবার সন্ধ্যায় নিজের কেন্দ্র ভবানীপুরে বিজয়া সম্মিলনীতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এমনটাই জানিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। এদিন ৭২ নম্বর ওয়ার্ডের বিজয়া সম্মিলনী থেকে সুব্রত বক্সি বলেন, দুর্গাপুজোর পর দলের সঙ্গে এবার বিজয়া সম্মিলনীর মাধ্যমে জনসংযোগে নামবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-রাজ্যপাল নিযুক্ত উপাচার্যরা ‘অনুপ্রবেশকারী’ তোপ ব্রাত্যর
ভবানীপুর বিধানসভার বিজয়া সম্মিলনীতে তিনি সশরীরে হাজির থাকবেন। সুব্রত বক্সি আরও জানান, এই বিজয়া সম্মিলনীর মধ্যে দিয়ে একদিকে যেমন মুখ্যমন্ত্রী জনসংযোগ সারবেন, অন্যদিকে তাঁর দেখানো পথেই কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে মানুষকে একজোট করে লড়াই সংগঠিত হবে। গরিব মানুষের বকেয়া না মেটানো পর্যন্ত আন্দোলন বৃহত্তর হবে। আন্দোলনের ঝাঁজ বাড়বে। ২৩ নভেম্বর তৃণমূলের বৈঠক থেকে দলনেত্রী যে বার্তা দেবেন, সেইমতো দলের সমস্তস্তরের নেতা-কর্মীরা কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে লড়াই আন্দোলনে শামিল হবে বলেও জানান রাজ্য সভাপতি। এদিন ৭২ নম্বর ওয়ার্ডের বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন সুব্রত বক্সি, সন্দীপ বক্সি-সহ অন্যরা।