মুম্বই : শুনানি শেষ না হওয়ায় বুধবারও জামিন হল না শাহরুখপুত্র আরিয়ান খানের। ফলে বুধবার রাতেও জেলেই কাটাতে হবে আরিয়ানকে। বৃহস্পতিবার বম্বে হাইকোর্টে ফের এই জামিন মামলার শুনানি হবে। মুম্বইয়ের প্রমোদতরী থেকে ধৃত আরিয়ান ১৯ দিন হল জেল হেফাজতে রয়েছেন। আদালতের এদিনের শুনানি শেষে স্বস্তি ফিরল না খান পরিবারে। আরিয়ানের পাশাপাশি অপর দুই অভিযুক্ত আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার জামিনের আর্জিও খারিজ হয়ে গিয়েছে। বুধবার শুনানি চলার সময় এনসিবির আইনজীবী আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট আদালতে পেশ করেন।
আরও পড়ুন : পেগাসাসে তদন্ত কমিটি গড়ে কেন্দ্রকে তোপ সুপ্রিম কোর্টের
এক নায়িকার সঙ্গে হোয়াটসঅ্যাপে আরিয়ান মাদক নিয়ে চ্যাট করেছেন। সেই চ্যাট-ই আইনজীবী বিচারপতির কাছে জমা দেন। ওই হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখেন বিচারপতি। আরিয়ানের আইনজীবী বলেন, তাঁর মক্কেল মাদক সেবন করেছিলেন এমন কোনও তথ্য-প্রমাণ এনসিবির কাছে নেই। তারপরেও এনসিবি কী করে আরিয়ানের জামিনের বিরোধিতা করছে? বিচারপতি উভয় পক্ষের বক্তব্য শোনার পর শেষ পর্যন্ত অবশ্য এদিনের শুনানি স্থগিত রাখেন। বৃহস্পতিবার এই মামলার শুনানি চলবে। জামিন না মেলা পর্যন্ত ছেলের জন্য উদ্বেগেই থাকতে হবে শাহরুখ-গৌরীকে।