প্রতিবেদন : মূল্যবৃদ্ধি রুখতে আপসহীন মনোভাব রাজ্যের। কালীপুজো ও দীপাবলির আগে পেঁয়াজ-সহ অন্যান্য শাকসবজির দাম নিয়ন্ত্রণে রাজ্য সরকার গঠিত টাস্ক ফোর্স বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে। স্থানীয় পুলিশ এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে সঙ্গে নিয়ে টাস্ক ফোর্সের সদস্যরা সোমবার দক্ষিণ কলকাতার লেক মার্কেট ও গড়িয়াহাট বাজারে হানা দেন। পেঁয়াজ-সহ অন্যান্য শাকসবজির দাম খতিয়ে দেখেন তাঁরা। মূল্যবৃদ্ধি নিয়ে বাজারের বিক্রেতাদের সঙ্গেও কথা বলেন। কথা বলেন ক্রেতাদের সঙ্গেও। খোঁজখবর নেন।
আরও পড়ুন-কবিকে অপমান, বিজেপিকে মানুষ বঙ্গোপসাগরে ফেলবে, ধরনামঞ্চে তোপ দাগলেন তৃণাঙ্কুর
বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে কঠোর শাস্তি হতে পারে বলে বিক্রেতাদের সতর্ক করা হয়েছে। টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, বেআইনিভাবে বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে শাস্তি অপরিহার্য। এই ধরনের বেআইনি কাজ ধরা পড়লে বিক্রেতাদের লাইসেন্স বাতিল হতে পারে। এমনকী আইনগত ভাবেও কড়া শাস্তি হতে পারে। অন্যদিকে, পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি থেকে সাধারণ মানুষকে নিষ্কৃতি দিতে শনিবার থেকে রাজ্য সরকারের সুফল বাংলা স্টলগুলিতে সুলভমূল্যে পেঁয়াজ বিক্রি করা শুরু হয়েছে। বিভিন্ন জেলার মোট ৪৭৮টি সুফল বাংলার স্টল থেকে ৫৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করা শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।