প্রতিবেদন : নতুন মোড়কে হিন্দুত্ববাদী ভাবনা যুক্ত করার চেষ্টা? ম্যানেজমেন্ট কোর্সে শ্রীকৃষ্ণ থেকে অষ্টাঙ্গিক যোগ অন্তর্ভুক্তিতে সেই প্রশ্ন উঠল। বলা হচ্ছে, ম্যানেজমেন্টের গুরু ভগবান শ্রীকৃষ্ণ। সেজন্য এবার তাঁর উপদেশ ও দর্শন যুক্ত হবে যোগীরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য বিভাগের বিবিএ ও এমবিএ কোর্সের পাঠে। জানা গিয়েছে, এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে (Allahabad University) পাঁচ বছরের ম্যানেজমেন্ট কোর্সে ভগবত গীতা, রামায়ণ, উপনিষদের পাশাপাশি পড়ুয়াদের চাণক্য ও শ্রীকৃষ্ণের ম্যানেজমেন্টের পাঠ দেওয়া হবে। সেইসঙ্গে পড়ুয়াদের পড়ানো হবে জেআরডি টাটা, আজিম প্রেমজি, ধীরুভাই আম্বানি, নারায়ণ মূর্তি, সুনীল মিত্তাল এবং বিড়লার মতো শীর্ষ শিল্পপতিদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির বিষয়ে।
আরও পড়ুন- গোপনীয়তা মৌলিক অধিকার, মনে করাল শীর্ষ আদালত
জানা যাচ্ছে, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ম্যানেজমেন্টের কোর্সে হিন্দুধর্মের সঙ্গে সংপৃক্ত আরও একাধিক বিষয় যুক্ত করা হবে। যেমন, এই কোর্সে পড়ুয়াদের অষ্টাঙ্গিক যোগ শেখানো হবে। বলা হচ্ছে, অষ্টাঙ্গিক যোগ পড়ুয়াদের প্রতিকূল পরিস্থিতিতে শান্ত থাকার চেষ্টা করতে সাহায্য করবে। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে (Allahabad University) ম্যানেজমেন্টের নতুন বিভাগটি গত মাস থেকে ২৬ জন শিক্ষার্থী নিয়ে চালু হয়েছে। এই কোর্সটিতে ২২০ ক্রেডিটের ১০টি সেমিস্টার থাকবে এবং এতে একাধিক এন্ট্রি-এক্সিট সিস্টেম প্রয়োগ করা হবে। অর্থাৎ কেউ প্রথমবর্ষে পড়া ছেড়ে দিলে এক বছরে তাকে সার্টিফিকেট, দ্বিতীয় বছরে ডিপ্লোমা, তৃতীয় বর্ষে বিবিএ ডিগ্রি এবং পঞ্চম বছরে এমবিএ ডিগ্রি দেওয়া হবে। কোর্স কো-অর্ডিনেটর শেফালি নন্দন বলেন, ইন্ডিয়ান ম্যানেজমেন্ট থটস অ্যান্ড প্র্যাকটিসেস পেপারে শিক্ষার্থীদের আধ্যাত্মিকতা ও ম্যানেজমেন্ট, সাংস্কৃতিক নীতি, মানবিক মূল্যবোধ ও ম্যানেজমেন্ট, অষ্টাঙ্গ যোগ, জীবনের সামগ্রিক দৃষ্টিভঙ্গি এবং ধ্যান ইত্যাদি বিষয়ে ঐতিহ্যগত জ্ঞান দেওয়া হবে। শেফালি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্টার্টআপ ম্যানেজমেন্টকেও পাঠ্যসূচিতে উল্লেখযোগ্যভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।