সংবাদদাতা, রামপুরহাট : রামপুরহাটে এত কাজ হয়েছে। রাস্তাঘাট, মেডিক্যাল কলেজ প্রচুর উন্নয়ন। মিছিলেও মানুষের জমায়েত চোখে পড়ার মতো। ভোট বাক্সে তার পুরো প্রতিফলন হবে, এমন আশা রেখে কর্মীদের কোমর বেঁধে নামতে নির্দেশ দিলেন সাংসদ শতাব্দী রায়।
আরও পড়ুন-দেবীচৌধুরানি নিজের হাতে সূচনা করেন পুজোর
কারণ লোকসভা ভোট মাসপাঁচেক পরেই। শুক্রবার রামপুরহাট বালিকা বিদ্যালয়ের মাঠে বিজয়া সম্মিলনী সভায় কর্মীদের উজ্জীবিত করেন সাংসদ। এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য, অসিত মাল, সৈয়দ সিরাজ জিম্মি প্রমুখ। সিপিএম, বিজেপি ও কংগ্রেস সমর্থকদের উদ্দেশে শতাব্দী বলেন, যাঁদের ভোট দিচ্ছেন, সেই দল জিতছে না। ফলে আপনাদের ভোট নষ্ট হচ্ছে। কোনও অভাব-অভিযোগ থাকলে দলকে জানান। তবে ভোট নষ্ট করবেন না। উল্লেখ্য, বিগত তিনটি লোকসভা নির্বাচনে অন্যান্য জায়গায় প্রচুর এগিয়ে থাকলেও, রামপুরহাট শহরে ভোট বাক্সে পিছিয়ে ছিল তৃণমূল। এবার সেই ঘাটতি পূরণে সর্বশক্তি নিয়োগ করতে চলেছেন তৃণমূল নেতা-কর্মীরা।