ধনতেরাসের দিন চাঁদনি চকের বহুতলে বিধ্বংসী আগুন। হঠাৎ করেই ভেতর থেকে প্রচুর পরিমান ধোঁয়া বের হতে দেখা যায়। কলকাতার ব্যস্ততম এলাকায় হঠাৎ করেই এরকম আগুনের ফলে আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বহুতল খালি করতে মাইকে বার বার ঘোষণা করছে। খবর পেয়ে আসে দমকল। দমকলকর্মীরা ভেতরে ঢোকার সবরকম চেষ্টা করছেন। অক্সিজেন সিলিন্ডার নিয়ে তাঁরা ভেতরে প্রবেশ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের একের পর এক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আপাতত গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ।
আরও পড়ুন-বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলার মন্দির আজও স্বমহিমায়
বহুতলের নীচে একাধিক ইলেকট্রনিক্সের দোকান রয়েছে। দমকলকর্মীরা আগুনের উৎস স্থলে যাওয়ার চেষ্টা করছেন যাতে আগুন এর সূত্র খুঁজে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু চারদিক কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে বলে দলকর্মীদের যথেষ্ট সমস্যা হচ্ছে। সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলেই মনে করা হচ্ছে। তাছাড়া প্রচুর দাহ্য পদার্থ রয়েছে ওই বহুতলে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে নজর দেওয়া হচ্ছে। ওই বহুতল যথেষ্ট ঘিঞ্জি তাই আগুন ছড়িয়ে পড়লে বড় দুর্ঘটনা এড়ানো যাবে না। এদিকে ধনতেরসের দিনে এভাবে আগুন লাগার ঘটনার জেরে এলাকায় ব্যপক উদ্বেগ ছড়িয়েছে।