প্রতিবেদন : ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দেশের হয়ে সাদা বলের ফরম্যাটে খেলা চালিয়ে যেতে চান। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দিলে তা ফিরিয়ে দেবেন। সাফ জানিয়ে দিলেন ডেভিড ওয়ার্নার (David Warner)।
বৃহস্পতিবার ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনাল খেলতে নামছে অস্ট্রেলিয়া। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ওয়ার্নার বলছেন, আমি আর বোর্ডের সঙ্গে চুক্তি করতে আগ্রহী নই। অস্ট্রেলিয়ার পদ্ধতিটা আলাদা। কেউ পাঁচটি টি ২০ বা তিনটি টেস্ট খেললে আইনত কেন্দ্রীয় চুক্তিতে সই করতে বাধ্য থাকে। স্পনসরদের সঙ্গেও চুক্তি করতে হয়। ক্রিকেট কেরিয়ারের এই পর্যায়ে এসে আমার পক্ষে এভাবে চুক্তিবদ্ধ হওয়াটা সমস্যার। তাই আমি সই করব না। ওয়ার্নার আরও বলেছেন, আমি সামনের দিকে তাকাতে চাইছি। আগামী বছরের টি ২০ বিশ্বকাপ খেলব। এরপর ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে চাই। ডিসেম্বরে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরেই ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এরপর সাদা বলের ফরম্যাটেই খেলা চালিয়ে যেতে চাই। তাই সবদিক ভেবেই সিদ্ধান্ত নিয়েছি।
আরও পড়ুন- দিল্লি-দ্বারভাঙা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, প্রাণ বাঁচাতে লাইনে ঝাঁপ যাত্রীদের