লাহোর, ১৫ নভেম্বর : বিশ্বকাপে ব্যর্থতার জেরে চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam)। বুধবার লাহোরে পাক ক্রিকেট বোর্ডের প্রধান জাকা আশরাফের সঙ্গে বৈঠক ছিল বাবরের (Babar Azam)। সেই বৈঠকের পরই বাবর নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দেন। টেস্ট দলের অধিনায়ক করা হল শান মাসুদকে। অন্যদিকে পাক টি ২০ দলের নেতৃত্ব পেলেন শাহিন আফ্রিদি। ওয়ান ডে দলের অধিনায়কত্বও হয়তো সামলাবেন শাহিন। সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডলে বাবর লেখেন, ‘‘আমার কাছে এটা খুব কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু আমি মনে করি, এই সিদ্ধান্ত নেওয়ার এটাই সঠিক সময়। আমি সব ফরম্যাটে পাকিস্তানের অধিনায়কের পদ থেকে সরে যাচ্ছি।’’
আরও পড়ুন- বোর্ড চুক্তিতে না ওয়ার্নারের