মুম্বই, ১৫ নভেম্বর : ইডেনে ছুঁয়েছিলেন। ওয়াংখেড়েতে টপকে গেলেন। মাঝে ফারাক মাত্র দশদিনের!
ভারতীয় ইনিংসের ৪১তম ওভারের চতুর্থ বলটা লং লেগ ও ডিপ উইকেটের মাঝে খেলে দৌড়ে দু’রান। আর তাতেই শচীন তেন্ডুলকরের ৪৯তম ওয়ান ডে সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি (Virat kohli- Sachin Tendulkar)। ক্যামেরা পলকে ধরল তাঁকে। ভিআইপি গ্যালারিতে উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন শচীন। মুখে তৃপ্তির হাসি। মাস্টার-ব্লাস্টারকে সেই মুহূর্তে দেখে মনে হচ্ছিল, ছাত্রের কীর্তিতে রীতিমতো আপ্লুত। এমনই এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল গোটা ক্রিকেট দুনিয়া।
আরও পড়ুন- দেশে ফিরেই ইস্তফা বাবরের
ইডেনে বিরাটের সেঞ্চুরির পরেই অভিনন্দন জানিয়ে শচীন (Virat kohli- Sachin Tendulkar) লিখেছিলেন, আশা করি, আগামী কয়েকদিনের মধ্যেই তুমি ৪৯ থেকে ৫০-এ পৌঁছে যাবে। নিজের ক্রিকেটীয় হিরোকে হতাশ করেননি বিরাট। কিছুক্ষণ পরেই সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠল কিং কোহলিকে অভিনন্দন জানিয়ে মাস্টার-ব্লাস্টারের বার্তা। যাতে শচীন লিখেছেন,—‘‘ভারতের ড্রেসিংরুমে প্রথমবার যখন তুমি আমার মুখোমুখি হয়েছিলে, তখন বাকি সতীর্থরা তোমাকে নিয়ে প্র্যাঙ্ক করছিল। তোমাকে বলা হয়েছিল, আমার পা ছুঁয়ে প্রণাম করবে। এটাই ভারতীয় ড্রেসিংরুমের প্রথা। তুমি সেই মজা ধরতে না পেরে আমার পা ছুঁয়েছিলে। আমি সেদিন হাসি থামাতে পারিনি। কিন্তু আজ তুমি আমার হৃদয় জয় করে নিলে। তোমার প্রতিভা এবং খেলার প্রতি তোমার আবেগ আমার মন ছুঁয়ে গিয়েছে। সেদিনের সেই বাচ্চা ছেলেটা আজ ‘বিরাট’ প্লেয়ার। আমি সবথেকে বেশি খুশি, একজন ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে। আর বিশ্বকাপের সেমিফাইনালের মতো বড় মঞ্চে নজির গড়ার কৃতিত্বটাই আলাদা। তাও আবার আমার ঘরের মাঠে। ব্যাপারটা কেকের উপর চেরির মতো।