মধ্যপ্রদেশের ২০২৩ বিধানসভা কেন্দ্রে চলছে ভোট গ্রহণপর্ব (Chhattisgarh-Madhya Pradesh election)। পাশাপাশি দ্বিতীয় দফার নির্বাচন চলছে ছত্তিশগড়েও। শুক্রবার সকাল থেকেই ভোট দেওয়ার দুই রাজ্যের বিধানসভা কেন্দ্রের বুথগুলিতে লম্বা লাইন দেখা গিয়েছে। সকালেই ভোট দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। ইতিমধ্যেই একাধিক হেভিওয়েট প্রার্থীও ভোট দিয়েছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, বিজেপির কৈলাস বিজয়বর্গীয়রা ভোটে লড়ছেন। প্রসঙ্গত, ছত্তিশগড়ে ইতিমধ্যেই প্রথম দফার ভোট হয়ে গিয়েছে। এদিন দ্বিতীয় ও শেষ দফার নির্বাচন চলছে কংগ্রেস শাসিত রাজ্যে।
এদিকে মধ্যপ্রদেশে (Chhattisgarh-Madhya Pradesh election) একদিনেই ২৩০টি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ হবে। অন্যদিকে ৭ নভেম্বর ছত্তিশগড় বিধানসভায় ২০ আসনে ভোটগ্রহণ হয়েছিল। বাকি ৭০ আসনে আজ শেষ দফার ভোটগ্রহণ চলছে। ভোটের ফলাফল জানা যাবে আগামী ৩ ডিসেম্বর। উল্লেখ্য, মধ্যপ্রদেশে ক্ষমতায় রয়েছে বিজেপি এবং ছত্তিশগড়ে রয়েছে কংগ্রেস।
ছত্তিশগড়ে জেতার জন্য পেতে হবে ৪৬টি আসন। শুক্রবার মধ্যপ্রদেশে ২৫৩৩ জন এবং ছত্তিশগড়ে ৯৫৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। মধ্যপ্রদেশে মোট ৫ কোটি ৬০ লক্ষ ৬০ হাজার ৯২৫ জন ভোটার রয়েছেন। তার মধ্যে ২ কোটি ৮৮ লক্ষ ২৫ হাজার ৬০৭ জন পুরুষ এবং ২ কোটি ৭২ লক্ষ ৩৩ হাজার ৯৪৫ জন মহিলা ও ১৩৭৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টা থেকে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ছত্তিশগড়ে দ্বিতীয় দফায় ভোট দিচ্ছেন ১ কোটি ৬৩ লক্ষ ১৪ হাজার ৪৭৯ জন ভোটার রয়েছেন।
আরও পড়ুন- পূর্ব ভারতের প্রথম যোগ ও নেচারোপ্যাথি হাসপাতাল, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের পথচলা শুরু