মনশেনগ্ল্যাডবাখ, ২৮ অক্টোবর : এই ছবি জার্মানরা দেখে অভ্যস্ত নয়। বায়ার্ন মিউনিখের পাঁচ গোল খাওয়া দেখে তাই হতভম্ব বায়ার্ন সমর্থকরা।
শেষবার বুন্দেশলিগায় বায়ার্ন বড় ব্যবধানে হেরেছিল ফর্চুনা ডুসেলডর্ফের কাছে ৭-১ গোলে। সেটা ৪৩ বছর আগের ঘটনা। তারপর এই হার! জার্মান কাপে বরুসিয়া মনশেনগ্ল্যাডবাখের কাছে ৫-০ গোলে হেরে গিয়েছে জার্মানির এক নম্বর দল বায়ার্ন মিউনিখ। বায়ার্ন সাধারণত প্রতিপক্ষ দলকেই এমন গোলের মালা পরিয়ে দেয়। তাই লেয়নডস্কি, টমাস মুলারের মতো বায়ার্ন তারকাদের কাছে এই হার লজ্জার। জার্মান কাপে ৫-০-র ব্যবধানে আগে কখনও হারেনি বায়ার্ন। বায়ার্নের স্পোর্টস ডিরেক্টর হাসান সালিয়ামিদজিক খেলার পর বলেছেন, “ম্যাচে কোনও কিছুই ঠিক হয়নি আমাদের”। ম্যাচের ২ মিনিটে প্রথম গোল। তারপর ১৫ ও ২১ মিনিটে আরও দুটি গোল। এরপর ৫১ ও ৫৯ মিনিটে আরও দুই গোল করে ৫-০ – তে এগিয়ে যায় স্থানীয় দলটি। গ্যালারিতে গ্ল্যাডবাখ সমর্থকরা এরপর আনন্দে গান গাইতে শুরু করেন, ওহ, এটা কি সুন্দর ঘটনা!
আরও পড়ুন-বিধানসভার অধ্যক্ষর কাছে বাংলাদেশের তথ্য-সংস্কৃতি মন্ত্রী
করোনার জন্য বায়ার্ন কোচ জুলিয়ান নাগেলসমান এদিন মাঠে ছিলেন না। তবে সহকারী দিনো টপমোলারের সঙ্গে যোগাযোগ রেখেও বিপক্ষের গোলবর্ষণ তিনি থামাতে পারেননি।
এবারের লিগে যে দুটি দল বায়ার্নের কাছ থেকে পয়েন্ট কেড়ে নিতে পেরেছে, তার মধ্যে একটি হলো গ্ল্যাডবাখ। সেই ম্যাচ ১-১ ড্র হয়েছিল। ফের তারা দেখিয়ে দিল, বায়ার্ন তাদের কাছে বড় কোনও চ্যালেঞ্জ নয়।