প্রতিবেদন : এপার বাংলাকে রেহাই দিয়ে ঘূর্ণিঝড় মিধিলি আছড়ে পড়েছে ওপার বাংলায়। ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই ঝকঝকে আকাশ। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, এবার শীতের আমেজ উপভোগ করতে শুরু করবেন বঙ্গবাসী। কিন্তু পাকাপাকিভাবে শীত এখনই পড়ছে না। এর মধ্যে আবার বৃষ্টির সম্ভাবনাও উসকে দিয়েছেন আবহবিদরা।
আরও পড়ুন-স্ক্রাব টাইফাস বাড়ছে
পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী সপ্তাহের সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিষ্কার ও শুকনো ছিল, রবিবারও একই থাকবে আবহাওয়া। আগামী দু-তিনদিনে তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাতেও কিছুটা বদল হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, সকাল-সন্ধেয় হাল্কা শীতের আমেজ ফিরলেও, এখনও জমিয়ে শীতের সম্ভাবনা নেই।
আরও পড়ুন-বিস্মৃতপ্রায় অভিনেতা ধীরেন্দ্রনাথ
রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার নাগাদ বৃষ্টি হতে পারে রাজ্যের কয়েকটি জেলায়। উত্তরের দার্জিলিং ও কালিম্পং এবং দক্ষিণের উপকূলবর্তী দুই-একটি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।