দুপুরে বন্ধ থাকবে আমদাবাদের আকাশসীমা

কিন্তু আমস্যা হল বিশ্বকাপ দেখতে হাজার হাজার মানুষ শহরে পৌঁছবেন আজ। বিশিষ্ট ব্যক্তিরা নিজস্ব বিমানে করে আসবেন।

Must read

পুরো দেশ আজ তাকিয়ে আছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দিকে (Narendra Modi Stadium)। মাঠে নামবে ভারত অস্ট্রেলিয়া (India Australia)। ম্যাচ দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ আজ আহমেদাবাদে। কিন্তু জানা গিয়েছে আহমেদাবাদ বিমানবন্দর আজ কিছুক্ষণের জন্য আকাশসীমা বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে। আজ দুপুর ১টা ২৫ মিনিট থেকে ২টো ১০ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে আহমেদাবাদের আকাশসীমা।

আরও পড়ুন-ইজরায়েলি পণ্য বয়কটের ডাকে জমিয়তে উলেমার শান্তিমিছিল

বিশ্বকাপ উপলক্ষে আজ বায়ুসেনা নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ওপর দিয়ে এয়ার শো করবে। তাই এই ৪৫ মিনিটের জন্য বন্ধ করা হয়েছে আহমেদাবাদের আকাশসীমা। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে যাত্রীদের নির্দিষ্ট সময়ের কিছুটা আগেই বিমানবন্দরে আসতে বলা হয়েছে। একটি বিবৃতি প্রকাশ করে সরদার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের তরফ থেকে বলা হয়েছে, ‘অনুগ্রহ করে ভ্রমণের প্রক্রিয়া সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য অতিরিক্ত সময় হাতে নিয়ে আসবেন। ১৯ নভেম্বর, দুপুর ১টা ২৫ মিনিট থেকে দুপুর ২টো ১০ মিনিট পর্যন্ত আকাশপথ বন্ধ থাকবে আমদাবাদে। ফ্লাইটের সময়সূচী আগে দেখে নিন। আপনার নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে চাই আমরা। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।’

আরও পড়ুন-এখনই শীত নয়, ঘূর্ণিঝড় কাটতেই কমছে তাপমাত্রা

প্রসঙ্গত, ১৭ নভেম্বরও ৪৫ মিনিটের জন্য বন্ধ ছিল আমদাবাদের আকাশসীমা। সেদিন এই সময়ে বায়ুসেনার তরফ থেকে এয়ার শো-এর অনুশীলন চলছিল। কিন্তু সমস্যা হল বিশ্বকাপ দেখতে হাজার হাজার মানুষ শহরে পৌঁছবেন আজ। বিশিষ্ট ব্যক্তিরা নিজস্ব বিমানে করে আসবেন। বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানের পার্কিং সংক্রান্ত নির্দেশিকাও জারি করেছে। ফাইনাল চলাকালীন বিমানের পার্কিংয়ের জন্য ১৫টি স্ট্যান্ড তৈরি করা আছে। যাত্রীদের চাহিদা অনুযায়ী, আজকের জন্য উড়ান সংস্থাগুলি আহমেদাবাদগামী বিমানের সংখ্যা বাড়িয়েছে। সরদার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমাবন্দরের কাছে উড়ান সংস্থাগুলির তরফ থেকে অতিরিক্ত বিমান অবতরণের জন্য অনুমতি চাওয়া হয়েছে।

 

Latest article