ফের কৃষক মৃত্যু, ঋণের চাপে মৃত্যু, অভিযোগ পরিবারের

শনিবার ভোররাতে মহারাষ্ট্রের নাগপুর (Nagpur) জেলায় ২৮ বছর বয়সী এক কৃষককে (Farmer) তার বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।

Must read

শনিবার ভোররাতে মহারাষ্ট্রের নাগপুর (Nagpur) জেলায় ২৮ বছর বয়সী এক কৃষককে (Farmer) তার বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। পুলিশের তরফে জানা গিয়েছে বাড়ির টিনের চালায় সিলিং রডের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি। বিকাশ নায়েক নামে ওই কৃষক ছিলেন তেকাদি গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, নিহতের ভাই ও মা জানিয়েছেন, বপনের জন্য নেওয়া ঋণ পরিশোধের চাপে সে আত্মহত্যা করেছে। তবে ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।

আরও পড়ুন-দুপুরে বন্ধ থাকবে আমদাবাদের আকাশসীমা

পুলিশ এই বিষয়ে আরও জানিয়েছে, বিকাশ এবং তার ভাই আশিস তাদের তিন একর খামারে তুলা এবং তুর (কবুতরের ডাল) চাষ করার জন্য তাদের আত্মীয়দের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। তবে, বন্য প্রাণীর আক্রমণে ফসলের ক্ষতি হয়েছে। ভাইরাও স্প্রে করতে অনেকটাই দেরি করেছে। দুই ভাই কন্ট্রাক্ট ফার্মিংয়ে নিয়োজিত ছিলেন। কানহান থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং এই মর্মে আরও তদন্ত চলছে।

আরও পড়ুন-ইজরায়েলি পণ্য বয়কটের ডাকে জমিয়তে উলেমার শান্তিমিছিল

প্রসঙ্গত, মোদী সরকারের জামানায় কৃষক মৃত্যু যে বিশাল আকার ধারণ করেছে সেই বিষয়ে সন্দেহ নেই। পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে দেশে ১০,৮৮১ জন কৃষক ও ক্ষেতমজুর আত্মঘাতী হয়েছেন। বলা যায় প্রতি দিন গড়ে ৩০টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। বছরে মোট আত্মঘাতী কৃষকের সংখ্যা ৫,৩১৮ জন। আত্মঘাতী ক্ষেতমজুরের সংখ্যা ৫,৫৬৩ জন। প্রতি বছর সেই সংখ্যা বেড়েই চলেছে।

 

Latest article