প্রতিবেদন : মঙ্গলবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে এক ব্যতিক্রমী দৃশ্য। বণিকসভা ও তাবড় শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) গলা মেলালেন রাজ্য সংগীতে। সঙ্গী ছিলেন দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন ও বাবুল সুপ্রিয়। ছিলেন অন্যান্য আরও শিল্পীরাও। তাঁদের সঙ্গেই ‘বাংলার মাটি বাংলার জল…’ গানে গলা মেলালেন মুখ্যমন্ত্রী। ছিলেন রূপঙ্কর, মনোময়রাও। শিল্প সম্মেলনের মতো গুরুগম্ভীর মঞ্চে এক ভিন্ন মাত্রা আনল কবিগুরুর লেখা গান। কিছুদিন আগেই এই গানকে রাজ্য সংগীতের মর্যাদা দিয়েছে রাজ্য সরকার। মূলত মুখ্যমন্ত্রীর আন্তরিক উদ্যোগেই করা হয়েছে রাজ্য সংগীত। রাজ্য সংগীত হওয়ার পর এই প্রথম কোনও সরকারি অনুষ্ঠানে তা আনুষ্ঠানিকভাবে পরিবেশিত হল। এর আগে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে গাওয়া হয়েছিল রাজ্য সংগীত। ইন্দ্রনীলের সঙ্গে ছিলেন আরও বেশ কয়েকজন গায়ক ও গায়িকা। এবার অন্যান্যদের সঙ্গে রাজ্য মন্ত্রিসভার দুই মন্ত্রীকে পাশে নিয়ে রাজ্য সংগীত গাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
আরও পড়ুন- অমিত মিত্রর সঞ্চালনায় মুগ্ধ অতিথিরা