মুম্বই : নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। ওই অভিযোগের তদন্ত শুরু করছে মুম্বই পুলিশ। এজন্য চার সদস্যের একটি দলও তৈরি হয়েছে। মুম্বই পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারে, এই আশঙ্কায় তড়িঘড়ি বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সমীর।
আরও পড়ুন-পুরভোটের ঘোষণার পরই টিকিট-কোন্দল শুরু বিজেপিতে
এনসিবি কর্তা হাইকোর্টে করা এক আবেদন জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ করা হয়েছে তার তদন্ত যেন সিবিআই বা কোনও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দিয়ে করানো হয়। তবে হাইকোর্ট এদিন সমীরের ওই আর্জি খারিজ করে দিয়েছে। মুম্বই পুলিশকে আদালত নির্দেশ দিয়েছে, সমীর ওয়াংখেড়েকে গ্রেফতার করার তিনদিন আগে তাঁকে নোটিশ দিতে হবে।