প্রয়াত হলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফতিমা বিবি (Fathima Beevi)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। আজ, বৃহস্পতিবার কেরলের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
ফতিমা বিবি (Fathima Beevi) কেরলের প্রথম মহিলা হিসাবে আইনের স্নাতক হন। তিনি এর্নাকুলামের ল’ কলেজ থেকে আইন পাশ করেন। এরপর পাঁচের দশকেই বিচারবিভাগে কেরিয়ার শুরু করেন ফতিমা। তিনি প্রথম জীবনে আইনজীবী হিসাবে কাজ শুরু করলেও পরে ল ম্যাজিস্ট্রেট পদে উন্নীত হন। তিনিই প্রথম মুসলিম মহিলা হিসাবে কেরলে ম্যাজিস্ট্রেট পদ পান। ভারতের সংখ্যালঘু মহিলাদের আদালতের আনার পিছনে তাঁর বড় ভূমিকা রয়েছে।
আরও পড়ুন-করোনার পর ফের চিনে মহামারির আকার নিল রহস্যজনক সংক্রমণ!
ক্রমেই তাঁর পদোন্নতির মাধ্যমে হাই কোর্ট হয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কাজ করেছেন ফতিমা বিবি। ১৯৮৯ সালে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন তিনি। তিনি ভারত ছাড়াও গোটা এশিয়ার প্রথম মহিলা হিসাবে কোনও দেশের শীর্ষ আদালতে নিযুক্ত হওয়া প্রথম মহিলা ফতিমা বিবি। অবসরের পর তিনি প্রশাসনিক পদেও ছিলেন। তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে বহুদিন কাজ করেছেন ফতিমা বিবি। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির প্রয়াণে আইনজীবী মহলে নেমে এসেছে শোকের ছায়া।