বিশ্বকাপে ভারতের হারে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অপয়া’ বলে মন্তব্য করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi- Election Commission)। সেই মন্তব্যের জেরে এবার নির্বাচন কমিশনের কোপের মুখে পড়লেন কংগ্রেস সাংসদ। সোনিয়া গান্ধীর পুত্রকে এবার নোটিশ পাঠালো কমিশন। এই নোটিশে রাহুলের মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে। বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে গত মঙ্গলবার রাজস্থানের জালোরে একটি নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে মঞ্চে বক্তব্য রাখার সময় কারও নাম না করে রাহুল (Rahul Gandhi- Election Commission) বলেন, “আচ্ছে ভলে হামারে লড়কে ওয়ার্ল্ড কাপ জিত যাতে, পর পনৌতি হারওয়া দিয়া।” যার অর্থ, “ভারতীয় দলের ক্রিকেটাররা ভাল ভাবে বিশ্বকাপ জিতে যেত, কিন্তু এক জন ‘অপয়া’ হারিয়ে দিল।” তবে অপয়া ব্যক্তির নাম না করলেও রাহুলের তীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকেই যে ছিল তা বলার অপেক্ষা রাখে না। রাহুলের সেই মন্তব্যের পাল্টা সরব হয় বিজেপি। রাহুলকে দেশদ্রোহী বলার পাশাপাশি থানায় এফআইআর দায়ের হয়, এবং নির্বাচন কমিসনে অভিযোগ জানায় বিজেপি। তার পরিপ্রেক্ষিতেই এবার রাহুল গান্ধীকে নোটিশ দিল নির্বাচন কমিশন। রাহুল গান্ধী নির্বাচনী বিধিভঙ্গ করেছেন বলে অভিযোগ। আগামী ২৫ নভেম্বরের মধ্যে রাহুলকে তাঁর মন্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন- বিজিবিএস-এ অভূতপূর্ব সাফল্য, খতিয়ান-সহ তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়