মেট্রো রেলের ভবন থেকে ভারতীয় ক্রিকেটদলের জার্সি- সব রং বদলানোর অপচেষ্টা কেন্দ্রের বিজেপি সরকারে। বৃহস্পতিবারের তৃণমূল কংগ্রেসের মেগা বৈঠক থেকে এই বিষয় নিয়ে গেরুয়া শিবিরকে প্রবল খোঁচা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এদিনের সভা থেকে ভারতীয় ক্রিকেট দলের জার্সিং রং বদলের চেষ্টা নিয়েও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেস সুপ্রিমো (Mamata Banerjee) বলেন, “আমি তো এখনও বলতে পারি, ইন্ডিয়ার ফাইনাল যদি কলকাতায় হতো বা ওয়াংখেড়ে হতো আমরা জিততাম। আমাদের ছেলেমেয়েরা এতভাল খেলাধুলায়। সব গেরুয়া পরিয়ে দিয়েছে। বুঝুন। ইডেনে খেলতে গিয়েও বলেছিল, নীল পরা যাবে না। প্লেয়ারদের আপত্তিতে সেটা খাটেনি। তাও দেখবেন নীলের মধ্যে একটু হলুদ লাগিয়ে দিয়েছে, একটু গেরুয়া লাগিয়ে দিয়েছে।” এর পরই সবকিছুর গৈরিকীকরণ নিয়ে সুর চড়িয়ে তৃণমূল সভানেত্রী বলেন, “মেট্রো রেলের স্টেশনে গেরুয়া করে দিয়েছে। আমাদের চিঠি দিচ্ছে, সাহস কত বড়। বলছে, সব গেরুয়া করে দিতে হবে সুস্বাস্থ্য কেন্দ্রগুলো। না হলে টাকা দেব না।” এরপরেই প্রবল খোঁচা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “করব আমরা, তোমরা গেরুয়া রং লাগাবে। গেরুয়া তোমাদের নয়। গেরুয়া ত্যাগীদের, ভোগীদের নয়।”
আরও পড়ুন- বিজিবিএস-এ অভূতপূর্ব সাফল্য, খতিয়ান-সহ তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়
ভারত বিশ্বকাপ না জেতায় তিনি যে মর্মাহত তা বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারও নাম না করে তুমুল কটাক্ষ তৃণমূলনেত্রীর৷ বলেন, “ভারত সব ম্যাচ জিতেছে৷ শুধু যে ম্যাচে পাপিষ্ঠরা গেল সেটাই জিততে পারল না৷“ মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্ষেপ, “ভারতের ফাইনাল কলকাতা বা ওয়াংখেড়েতে হলে আমরাই জিততাম। আমরা এত ভাল খেলি। সব গেরুয়া করে দিয়েছে। পাপিষ্ঠরা যেখানে যাবে…..মনে রাখবেন পাপ ছাড়ে না বাপকে।”