বিতর্কের মধ্যেই রয়েছেন শ্রীসন্থের (Sreesanth) নাম। এবার আর্থিক দুর্নীতির অভিযোগে নতুন বিতর্কে জড়ালেন এস শ্রীসন্থ। জানা গিয়েছে, শ্রীসন্থের নাম ব্যবহার করে কেরলের এক যুবকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে। থানায় শ্রীসন্থ-সহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন সেই যুবক। মামলাও দায়ের করা হয়েছে বলে খবর। উল্লেখ্য, ২০১৩ সালে ম্যাচ গড়াপেটার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন শ্রীসন্থ। দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করে। স্বাভাবিকভাবেই এর ফলে নির্বাসিত করা হয়েছিল শ্রীসন্তকে। গত বছর থেকে আবার ঘরোয়া ক্রিকেট খেলা শুরু করেছিলেন তিনি। কিন্তু ফের তাঁর বিরুদ্ধে উঠল নতুন অভিযোগ।
আরও পড়ুন-১৮ বছরের যুবককে ৬০ বার ছুরি দিয়ে কুপিয়ে খুন রাজধানীতে
সূত্রের খবর, কেরলের কান্নুর জেলার শ্রীশ গোপালন নামে এক যুবক জানান, ২০১৯ সালের ২৫ এপ্রিলের আগে তাঁর সঙ্গে রাজীব কুমার ও বেঙ্কটেশ কিনি নামের দুই ব্যক্তির পরিচয় হয়েছে তার। তাঁরা বলেছিলেন, কর্ণাটকের কল্লুর জেলায় একটি ক্রীড়া অ্যাকাডেমি তৈরি করবেন। সেই অ্যাকাডেমির অংশীদার শ্রীসন্থ। শ্রীশকে সেই সময় প্রস্তাব দেওয়া হয়, তিনি চাইলে অ্যাকাডেমির অংশীদার হতে পারবেন। কিন্তু তার জন্য দিতে হবে টাকা। শ্রীসন্থের কথা শুনেই শ্রীশ এই বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন। এর পর ধাপে ধাপে তিনি মোট ১৮ লক্ষ ৭০ হাজার টাকা দিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ কিছুদিন আগে তিনি জানতে পারেন যে, সেখানে কোনও অ্যাকাডেমিই তৈরি হচ্ছে না। এর পরেই পুলিশের দ্বারস্থ হয়েছেন শ্রীশ কারণ টাকার অঙ্ক নেহাত কম না।
আরও পড়ুন-অভিনেতা প্রকাশ রাজকে ইডির তলব
রাজীব, বেঙ্কটেশ ও শ্রীসন্থের বিরুদ্ধে এই মর্মে থানায় অভিযোগ দায়ের করেছেন শ্রীশ। ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে শ্রীসন্থ এর তরফে কোন প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।