সিডনি, ২৪ নভেম্বর : বিশ্বকাপ ফাইনালের চার দিনের মধ্যে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে প্রশ্ন তুলে দিলেন মার্নাস লাবুশেন। বিশ্বকাপ জিতে প্যাট কামিন্সদের সঙ্গে বুধবারই দেশে ফিরেছেন অস্ট্রেলীয় ব্যাটার। কিন্তু তাঁর বাকি সতীর্থদের কয়েকজন ভারতে থেকে গিয়েছেন পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ খেলার জন্য। বৃহস্পতিবার ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে লাবুশেন জানিয়েছেন, তাঁর আশ্চর্য লাগছে দেখে যে, বিশ্বকাপ ফাইনালের চার দিনের মধ্যে ফের ভারত-অস্ট্রেলিয়া দুই দল সিরিজ খেলতে নামছে।
আরও পড়ুন-শ্রীসন্থের বিরুদ্ধে ১৮.৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ
সরাসরি সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ না করলেও প্রশ্ন তুলে দিয়েছেন লাবুশেন। তিনি বলেন, ‘‘আমার আশ্চর্য লাগছে দেখে ফাইনালের মাত্র দিন তিনেক পরেই দু’দল আরও একটা ম্যাচ খেলতে নামছে। আগামী দিন দশেকের মধ্যে ওরা পাঁচটা টি ২০ খেলবে। এটা আমার বোধগম্য হচ্ছে না। সত্যিই বোঝা কঠিন। আমার সতীর্থরা তো বিশ্বকাপ জয়ের উৎসবেই মেতে ছিল দু’দিন। একদিনের মধ্যে কীভাবে ওরা ম্যাচ খেলবে জানি না!’’
আরও পড়ুন-১৮ বছরের যুবককে ৬০ বার ছুরি দিয়ে কুপিয়ে খুন রাজধানীতে
লাবুশেন আরও বলেছেন, ‘‘আসলে এখন এভাবেই ক্রিকেট খেলা হচ্ছে। এভাবেই সূচি তৈরি হচ্ছে। প্রকৃতিগতভাবে এটাই স্বাভাবিক, মেনে নিতে হবে। আমরা পরের টেস্ট সিরিজের আগে তিন সপ্তাহ সময় পাচ্ছি। তার মধ্যেই তরতাজা হয়ে তৈরি হতে হবে পরবর্তী চ্যালেঞ্জের জন্য।’’