প্রতিবেদন : এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের। জখম হয়েছেন ১৯ জন। যাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকালে জম্মু-কাশ্মীরের থাতরি-ডোডা রোডে সুই গোয়ারির কাছে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন একটি মোড় ঘুরতে গিয়ে ওই মিনি বাসটি পাহাড় থেকে গড়িয়ে পড়ে।
আরও পড়ুন-যাঁর হাতে এখন এই হাইপ্রোফাইল তদন্তভার
পুলিশ জানিয়েছে, এদিন সকালে ওই মিনি বাসটি থাতরি থেকে ডোডা যাচ্ছিল। সুই গোয়ারের কাছে একটি মোড় ঘুরতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদের মধ্যে উল্টে পড়ে। প্রবল শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তাঁরাই খবর দেন পুলিশকে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসে পুলিশ ও উদ্ধারকারী দল। কিন্তু বাসটি বেশ কয়েকশো ফুট নিচে পড়ে যাওয়ায় তোলা সম্ভব হচ্ছিল না। তাই খবর দেওয়া হয় সেনাবাহিনীকে। সেনাবাহিনীর জওয়ানরা আসার পরই শুরু হয় উদ্ধারকাজ। উদ্ধারকারী দল বাসটি থেকে একে একে যাত্রীদের উদ্ধার করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ জনের দেহ উদ্ধার হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৯ জনকে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। কী কারণে বাসটি হঠাৎই খাদে গড়িয়ে পড়ল তা এখনও স্পষ্ট নয়। পুলিশের অনুমান, বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন চালক ।