বিশাখাপত্তনম, ২৪ নভেম্বর : সূর্যকুমার যাদবের অধিনায়কোচিত ইনিংস, ঈশান কিশানের অনবদ্য ব্যাটিং আর শেষে রিঙ্কু সিংয়ের ফিনিশিংয়ে সদ্য বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ২ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত (India-Australia)। কাজে এল না জস ইংলিসের দুরন্ত সেঞ্চুরি।
অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ২০৮ রানের বিশাল স্কোর করে। ২০৯ রান তাড়া করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। যশস্বী জয়সওয়ালের ভুলে কোনও বল না খেলেই রান আউট হয়ে ফিরতে হয় ঋতুরাজ গায়কোয়াড়কে। যশস্বীর ইনিংসও দীর্ঘস্থায়ী হয়নি। ঈশান বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ খেলেছিলেন। শুভমন গিল ফিরতেই জায়গা ছাড়তে হয়। এদিন তিনে নেমে খেলেন ৩৯ বলে ৫৮ রানের ইনিংস।
বিশ্বকাপে ব্যর্থ। ফাইনালে ভরসা দিতে পারেননি। এদিন অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ। টি ২০ বিশেষজ্ঞ সূর্য ফের বুঝিয়ে দিলেন, এটাই তাঁর ফরম্যাট। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি। ৪২ বলে ৮০ রানের দাপুটে ইনিংস খেলে যখন আউট হলেন সূর্য, ভারতের জয়ে সমস্যা হওয়ার কথা ছিল না। কিন্তু শেষ দিকে স্নায়ুর চাপ গ্রাস করল। তবে আইপিএলে বহু ম্যাচ বের করা রিঙ্কুকে দেখে তা মনে হয়নি। শেষ ওভারে জয়ের জন্য ৭ রান বাকি ছিল। বোলার শন অ্যাবট। তিনটি উইকেট পড়লেও কেকেআরের রিঙ্কুই ত্রাতা। শেষ বলে ১ রান। স্ট্রাইকে রিঙ্কু। বিশাল ছক্কা হাঁকিয়ে ম্যাচ ফিনিশ করেন রিঙ্কু। যদিও নো বল হওয়ায় তাতেই জিতে যায় ভারত। স্কোরকার্ডে এবং রিঙ্কুর নামের পাশে ৬ রান যোগ হবে না। ১৪ বলে ২২ রান করে অপরাজিত থাকেন নাইট তারকা।
বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাসের সিলিন্ডার পিঠে চাপিয়েই যেন এদিন ম্যাচ শুরু করেছিল অস্ট্রেলিয়া (India-Australia)। ইনিংসের শুরুতে এতটাই বর্ণহীন লাগছিল ভারতীয় দলকে। অনেকদিন সর্বোচ্চ পর্যায়ের ম্যাচের মধ্যে না থাকা অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণ, রবি বিষ্ণোইদের বেশ সাদামাটা লাগছিল। অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস শুরু করেন স্টিভ স্মিথ এবং ম্যাথু শর্ট। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন দুই অস্ট্রেলীয় ওপেনার। যদিও শর্ট বড় রান পাননি। তিন নম্বরে নামা ইংলিস এবং স্মিথের দ্বিতীয় উইকেট জুটিতে ওঠে ১৩০ রান। বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য কার্যত চালকের আসনে বসিয়ে দেয় অস্ট্রেলিয়াকে। বিশ্বকাপ ফাইনালে রান না পাওয়া স্মিথ করলেন ৪১ বলে ৫২ রান।
অস্ট্রেলিয়া ২০০-র উপর স্কোর করতে পারল মূলত ইংলিসের বিধ্বংসী ইনিংসের সৌজন্যেই। আন্তর্জাতিক টি ২০-তে কেরিয়ারের প্রথম সেঞ্চুরি পেলেন অস্ট্রেলীয় ব্যাটার। মাত্র ৪৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ইংলিস। প্রসিধের বলে ১৮তম ওভারে যখন আউট হন, তাঁর নামের পাশে ৫০ বলে ১১০ রান। ভারতের কোনও বোলারকেই রেয়াত করেননি। ১১টি বাউন্ডারি ও ৮টি ওভার বাউন্ডারিতে সাজানো ইংলিসের ইনিংস। শেষ দু’ওভারে মার্কাস স্টোয়নিস ও টিম ডেভিড (১৩ বলে ১৯ অপরাজিত) বড় শট খেলে দলের স্কোর দুশোর গণ্ডি পার করতে সাহায্য করেন। ভারতীয় বোলারদের ব্যর্থতার দিনে বাংলার পেসার মুকেশ কুমার বরং আঁটোসাঁটো বোলিং করেন। ৪ ওভারে মাত্র ২৯ রান দেন।
আরও পড়ুন-মহুয়াকাণ্ডের জের, লগ-ইন আইডি শেয়ার নয়, নির্দেশিকা সংসদে