প্রতিবেদন : হারের হ্যাটট্রিক করে আইএসএলে চাপে ইস্টবেঙ্গল। ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে নতুন মিশনে যাওয়ার আগে নতুন সমস্যায় পড়তে হল কার্লেস কুয়াদ্রাতের দলকে। শনিবার চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ইস্টবেঙ্গলের (East Bengal vs Chennaiyin fc)। শুক্রবার সকালে কলকাতায় অনুশীলন করে দুপুরের ফ্লাইটেই চেন্নাই রওনা হওয়ার কথা ছিল ক্লেটন সিলভাদের। কিন্তু পরপর ফ্লাইট বাতিল থাকায় সমস্যায় পড়ে যায় ইস্টবেঙ্গল। তড়িঘড়ি সমস্যা মেটানোর উদ্যোগ নেওয়া হয় ক্লাবের তরফে। বিমানেই তিনটি ব্যাচে দলকে চেন্নাই পাঠানোর ব্যবস্থা করা হয়। প্রথম দু’টি ব্যাচে ফুটবলারদের পাঠানো হয়। শেষ ব্যাচে যান সাপোর্ট স্টাফরা। ক্লান্তি নিয়ে অনেক রাতে চেন্নাইয়ের (East Bengal vs Chennaiyin fc) টিম হোটেলে ওঠে ইস্টবেঙ্গল।
দলের সব ফুটবলারদের নিয়েই চেন্নাই গিয়েছেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। কিন্তু স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরা দলের সঙ্গে গিয়েছেন কি না, স্পষ্ট নয়। তবে গেলেও বোরহার খেলার সম্ভাবনা কম চেন্নাইয়িনের বিরুদ্ধে। চোট রয়েছে ভিপি সুহের, ভানলালপেকা গুইতেরও। তবে বিকল্প থাকায় ইস্টবেঙ্গল কোচ আশাবাদী। আন্তর্জাতিক বিরতির সুবিধা নিয়ে গত তিন সপ্তাহ ধরে আগের তিন ম্যাচের ভুলভ্রান্তি শুধরে নেওয়ার চেষ্টা করেছেন কুয়াদ্রাত। কতটা তৈরি হয়েছে দল, তা বোঝা যাবে শনিবারের ম্যাচে।
প্রতিপক্ষ চেন্নাইয়িন নিয়ে কুয়াদ্রাত বলেছেন, ‘‘চেন্নাইয়িনের দিকে যদি দেখেন, ওরাও কিন্তু হার দিয়ে শুরু করেছিল। টানা কয়েকটা ম্যাচ হারের পর দলের গতিশীলতায় পরিবর্তন আনে এবং টানা দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট সংগ্রহ করে। এরকম সব দলের ক্ষেত্রেই ঘটে। দল যখন ছন্দে থাকে না, তখন পরপর দু’বার পেনাল্টি মিসও হয়। আমাদের তা হয়েছে। এই ভুলগুলো আমরা শোধরানোর চেষ্টা করেছি। দলকে আমরা সবাই ভালবাসি। এখন আমাদের কাজ ছন্দে ফেরা। মানসিকভাবেও নিজেদের আরও শক্তিশালী করে তুলতে হবে। তাহলেই আবার পয়েন্ট আসবে।’’
সমর্থকদের জয়ে ফেরার আশ্বাস দিয়ে কুয়াদ্রাত বলেছেন, ‘‘আমার মনে হয়, যখন আমরা পয়েন্ট পেতে শুরু করব, তখন সব ঠিক হয়ে যাবে। আমরা জয়ে ফিরব, হয়তো পরের ম্যাচেই অথবা তার পরের ম্যাচে। একবার সব ঠিক হতে শুরু করলে তা হতেই থাকবে।’’
আরও পড়ুন- উদ্ধারে বাধা, তাই বাড়ছে অপেক্ষা