নয়ডার (Noida) সেক্টর-১১৩ থানার অধীন সেক্টর-১১৯, আম্রপালি প্ল্যাটিনাম সোসাইটিতে একটি গাড়িতে আগুন লেগে দুইজনের মৃত্যু হয়েছে। খবর পাওয়া মাত্রই দমকল বাহিনী আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে পৌঁছয়। গাড়ি থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং তদন্তের জন্য ফরেনসিক দলকে ইতিমধ্যেই ডাকা হয়েছে। পুলিশের তরফে খবর, পুলিশ বাহিনী, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে; তদন্ত করা হচ্ছে এবং আগাম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। গাড়িটিকে সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি এবং তদন্ত চলছে।
আরও পড়ুন-বিচ্ছেদ নয়
পুলিশের তরফে আরো জানা গিয়েছে, এলাকার একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্তকারী জানিয়েছেন, গাড়ির আরোহীরা খুব বাজে ভাবে ঝলসে গিয়েছে তাই কোনভাবেই তাঁদের চেনা সম্ভব নয়। শনাক্ত করতে ফরেন্সিক দলের সাহায্য নেওয়া হচ্ছে। সিসিটিভি ফুটেজের সাহায্যে পুলিশ প্রাথমিক ভাবে জানতে পেরেছে, সকাল ৬টা ৮ মিনিট নাগাদ আম্রপলি প্ল্যাটিনামের কাছে আসে সাদা রঙের একটি সুইফ্ট গাড়ি।
আরও পড়ুন-নানা প্রথার বিবাহ
গাড়িটি রাস্তার ধারে পার্ক করানোর কয়েক মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়। এত দ্রুত আগুন ছড়িয়ে গিয়েছিল যে গাড়ির আরোহীদের বেরোনোর চেষ্টা করার সুযোগ হয় নি। প্রত্যক্ষদর্শীরা অনেকেই ঘটনা দেখতে পেয়েই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন এতটাই বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে আনা যায় নি। অবশেষে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে গাড়ির ভিতরে দুই ব্যক্তি ঝলসে গিয়েছিলেন।