প্রতিবেদন : ফের পরিবর্তনের ডাক! ২৪০ বছরের পুরনো রাজতন্ত্র মুছে দিয়ে ২০০৮ সালে ‘গণতন্ত্র’ প্রতিষ্ঠিত হয়েছিল নেপালে। তারপর ১৫ বছর কাটতে না কাটতেই রাজতন্ত্র প্রত্যাবর্তনের দাবি জোরালো হচ্ছে নেপালে। বিক্ষোভও চলছে। বিশ্লেষকদের মতে, নেপালের (Nepal) সাধারণ মানুষের এভাবে বিক্ষুব্ধ হয়ে ওঠার মূল কারণ দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলে ক্রমাগত চিনের খবরদারি।
ভারতীয় গোয়েন্দা সূত্রে দাবি, জনগণের ক্ষোভের মূল কারণ চিন। কারণ চিনা হস্তক্ষেপের জেরে এই দীর্ঘ ১৫ বছরে কোনও সরকারকে স্থিতিশীল হতে দেয়নি জিনপিং প্রশাসন। সরকারের স্বাভাবিক কাজে সর্বত্র বাধা সৃষ্টি করে গিয়েছে তারা। নেপালের (Nepal) রাজধানী কাঠমান্ডুতে রাজতন্ত্রের সমর্থনে মিছিল বের করেন হাজার হাজার নেপালি। বিক্ষোভকারীদের দাবি ছিল, দেশে গণতন্ত্র তুলে দিয়ে রাজতন্ত্র ও পুরনো হিন্দু রাষ্ট্রের মর্যাদা ফেরানো হোক। জাতীয় পতাকা হাতে প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্রের সমর্থনে স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের। তাঁদের বাধা দেয় পুলিশ। এর জেরে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ শুরু হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করতে দেখা যায় পুলিশকে। এই ঘটনায় দুই তরফেই অনেকে আহত হন।
আরও পড়ুন- টানেলে বিকল্প খনন কীভাবে?