কমল মজুমদার, জঙ্গিপুর: জঙ্গিপুরে বিরাট ধস নামল বিরোধী শিবিরে। সিপিএম ও কংগ্রেস থেকে হাজার তিনেক কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। রবিবার বিকেলে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সুতিতে এক বিশাল প্রতিবাদসভার আয়োজন করা হয়েছিল। একশো দিনের কাজ, আবাস যোজনার টাকা ইত্যাদি না-পাওয়া সাধারণ মানুষজন দলে দলে যোগ দিয়েছিলেন সভায়। আর সেই প্রতিবাদসভাতেই জঙ্গিপুরের বিধায়ক তথা তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান জাকির হোসেনের হাত ধরে কংগ্রেস ও সিপিএম থেকে তিন হাজার রাজনৈতিক কর্মী যোগ দিলেন তৃণমূলে কংগ্রেসে।
আরও পড়ুন-গুরু নানক বাংলাতেও এসেছিলেন
রবিবার বিকেলে সুতি-১ ব্লকে আহিরণে এই যোগদান সভাটি হয়। সভায় সুতি, হারুয়া, নুরপুর, আহিরণ ও উমরাপুর অঞ্চল থেকে কংগ্রেস ও সিপিএম কর্মীরা আহিরণে এসে তৃণমূলের দলীয় পতাকা গ্রহণ করেন। বেশ কয়েকজন গ্রামপঞ্চায়েত সদস্যও জোড়াফুল শিবিরে নাম লেখান। যোগদান সভা ঘিরে তৃণমূল কর্মী-সমর্থকদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। এদিনের যোগদান সভায় জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন ছাড়াও ছিলেন তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব।