প্রতিবেদন : দেব-দীপাবলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত আগ্রহে মহানগরীর আকর্ষণের তালিকায় যুক্ত হল আরও একটি উৎসব। রবিবার বাজেকদমতলা ঘাটে এই অভিনব উৎসবের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। হেমন্তের সন্ধ্যায় মহানগরীর গঙ্গারতি এবং গঙ্গাপুজো এদিন প্রকৃত অর্থেই এক ব্যতিক্রমী রূপ নিয়েছিল। সঙ্গে পরিবেশবান্ধব সবুজ বাজির উৎসব।
আরও পড়ুন-যুবভারতীতে এএফসি কাপে সামনে ওড়িশা এফসি, চোটই আজ কাঁটা মোহনবাগানের
সাংস্কৃতিক অনুষ্ঠানের আকর্ষণ ছিল গান এবং এই বিষয়ের উপরে নৃত্য। শেষে ভোগ বিতরণ। মেয়র ফিরহাদ হাকিম এবং সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এই উৎসবের তাৎপর্য ব্যাখ্যা করলেন। অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন মেয়র পারিষদ তারক সিং। মেয়রের কথায়, সারা দেশের বিভিন্ন তীর্থস্থানের সংস্কৃতির প্রতিবিম্ব যাতে বাংলায় দেখা যায় সেটাই আমাদের লক্ষ্য। মুখ্যমন্ত্রীর ভাবনাতে তারই প্রতিফলন। তাঁরই নির্দেশে এই দেব দীপাবলির আয়োজন। বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভাষাভাষীর এবং সংস্কৃতির মানুষের বসবাস এখানে। তাঁদের ঐক্যের বন্ধন আরও দৃঢ় হবে এই ধরনের উৎসবে।
আরও পড়ুন-সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকের বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ও মেয়র পারিষদ দেবাশিস কুমার, মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং কলকাতা পুরসভার কাউন্সিলররা। সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। উৎসব চলবে সোমবার পর্যন্ত। তারক সিং জানালেন, গঙ্গারতি যথারীতি হবে প্রত্যেক দিনই। দেব-দীপাবলি আয়োজিত হবে বছরে একবার বিশেষ দিনে।