দার্জিলিংয়ে পর্যটকে ছয়লাপ। পাহাড় আরও পরিষ্কার, আরও সবুজ রাখতে এবার থেকে দার্জিলিং (Darjeeling) ঘুরতে গেলে দিতে হবে কর। এমনই প্রস্তাব দিয়েছে দার্জিলিং পুরসভা।
সামান্য কর। এই কর এলাকার মানুষ চাইলে তবেই লাগু করা হবে বলে খবর। একইসঙ্গে এই সিদ্ধান্তের কথা বিভিন্ন হোটেল মালিক এবং পর্যটন ব্যবসায়ীদের জানানো হয়েছে। পাহাড়ে আগেও কর নেওয়া হত। তবে মাঝে অশান্তির কারণে এই কর নেওয়া বন্ধ ছিল। দার্জিলিংয়ের মানুষ চাইলে পাহাড় পরিষ্কার পরিচ্ছন্নের জন্য এই কর নেওয়া আবারও চালু হতে পারে বলে খবর।
আরও পড়ুন-পর্যটকদের জন্য সুখবর! মালয়েশিয়া ঘুরতে লাগছে না ভিসা
দার্জিলিংয়ে (Darjeeling) প্রত্যেক পর্যটককে মাথাপিছু ২০ টাকা করে দিতে হবে বলেই জানা গিয়েছে। সেটি জঞ্জাল অপসারণ বিভাগের জন্যই এই বাড়তি কর বলে সাফ জানিয়ে দিয়েছেন পুরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুরি। তবে দার্জিলিং পুরসভার এই প্রস্তাবে চূড়ান্ত শিলমোহর পড়েনি এখনও।