সংবাদদাতা, দুর্গাপুর : আসানসোলের জনপ্রিয় পর্যটনকেন্দ্র হল মাইথন বাঁধ। শীতের মরশুমে ডিসেম্বর ও জানুয়ারি মাসে এখানে পিকনিক করতে আসেন বহু দূরদূরান্তের পর্যটকরা। সামনেই পিকনিকের সিজন। তাই মাইথন পর্যটন কেন্দ্রের নৌচালকেরা তাঁদের নৌকাগুলি মেরামতি ও রং করে সাজাতে ব্যস্ত। সারা বছর পিকনিকের মরশুমের দিকে তাকিয়ে থাকেন তাঁরা। এবারেও দেখা গেল সেই একই ছবি।
আরও পড়ুন-মণিপুর জাতিদাঙ্গা : নয়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
কারণ পর্যটকরা মাইথনে এলে নৌবিহার করবেন এবং নৌচালকদেরও অর্থোপার্জন হবে। তাঁদের আশা, এ বছর মাইথন পর্যটন কেন্দ্রে পিকনিক করতে পর্যটকদের ভিড় হবে। আসানসোল, কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বর্ধমান-সহ পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকেও পর্যটকেরা এখানে আসেন পিকনিক করতে। পিকনিক সিজনের অপেক্ষায় থাকেন নৌচালক এবং এই কেন্দ্রে নানা পশরা সাজিয়ে দোকান দেওয়া ব্যবসায়ীরাও। তবে মাইথন থার্ড ডায়েক পিকনিক স্পটের নৌচালকরা বলেন, পর্যটকদের একটু অসুবিধা শুধু পানীয় জল নিয়ে।