“যাদের আছে ভুরি ভুরি, সেই করে বেশি চুরি। গেরুয়া পরলেই সাধু হওয়া যায় না। আমাদের প্রাপ্য টাকা দিয়ে নিজেদের ছবি লাগাচ্ছে। সব গেরুয়া করে দিয়েছে।” বুধবার, শীতকালীন অধিবেশনে গেরুয়া শিবিরকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
একইসঙ্গে বাংলার বঞ্চনা নিয়ে তীব্র কটাক্ষ করেন তিনি। বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিলের উপর আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বলেন, ‘‘বিজেপি সব কিনে নিয়েছে! ১০০ দিনের কাজ। আবাস যোজনা, রাস্তার কাজের টাকা দেয়নি। GST-র নামে কর তুলে নিয়ে যাওয়া হচ্ছে। মাছের তেলে মাছ ভাজা হচ্ছে। দিনের পর দিন ১০০ দিনের কাজ করেও যাঁরা টাকা পেলেন না, তাঁদের জন্য় বুক কাঁদে না এঁদের। লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখেন এঁরা।”
আরও পড়ুন: বিধানসভায় বিধায়কদের বেতন বৃদ্ধি বিল পাশ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী
দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সব দলেই ভাল এবং খারাপ আছে। CPM বা ও দিক থেকে আসা লোক অন্যায় করতে পারে। ব্যবস্থা নিয়েছি।” পাশাপাশি কেন্দ্রের BJP সরকারের বিরুদ্ধে এজেন্সিরাজ নিয়ে ফের আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “গোটা দেশকে ভিখারি করে দিয়ে তৃণমূলকে চোর বলে! যাদের কোটি কোটি টাকা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নয়। সিপিএম থেকে আসা কেউ কিছু করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা। কৃষ্ণ কল্যাণী, তন্ময়কে থ্রেট করল, গুটি গুটি পায়ে ইনকাম ট্যাক্স চলে গেল।” আগামী দিনে যখন বিজেপি ক্ষমতায় থাকবে না, প্রত্যেকের দেনা-পাওনা কড়ায় গন্ডায় বুঝে নেবেন বলে হুঙ্কার দেন মমতা বন্দ্যোপাধ্যায়।