‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-ইউক্রেনকে অস্ত্র সরবরাহে রাশ টানার উদ্যোগ
চালচুলো
হারিয়ে যাচ্ছে সব চাল-চুলো
লজ্জাও নাই তাতে
ধমকে-চমকে লবডঙ্কা
কুৎসা চচ্চড়ি ভাতে।
না আছে আদর্শ, না কাজের কাজ
হিংসাতে চলেছে স্বপ্ন
ক্ষমতা হারানোর হারাতঙ্কে
সর্বনাশা জীবন লগ্ন।
জোট বন্ধন-গাটবন্ধন
বন্ধনের সব খেলা
রাজনীতির নব ছন্দে-গন্ধে
গোলমেলে গোঁজামেলা।
স্বার্থসিদ্ধিতে উভয় উভয়ের।
দেশ হোক ছিন্ন ভিন্ন,
নিজেদের স্বার্থের আখের গোছাতে
এখনকার রাজনীতি জঘন্য।