ভোটের আগে বেতন কমিশন নয়

Must read

প্রতিবেদন : লোকসভা ভোটের আগে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নয়। জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থসচিব টিভি সোমনাথন। তিনি জানিয়েছেন, কর্মচারী, অফিসারদের জন্য এখন অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গড়ার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের। অর্থসচিবের মন্তব্যেই স্পষ্ট, লোকসভা ভোটের আগে বেতন বাড়ার কোনও সম্ভাবনা থাকছে না। তবে আরেক দফা ডিএ পেতে পারেন তাঁরা।
চলতি বছরে বেতন কাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে নতুন কমিশন গড়ার কথা ছিল। কিন্তু কেন্দ্রীয় অর্থসচিব টিভি সোমনাথন শুক্রবার জানিয়েছেন, সরকারের এমন কোনও পরিকল্পনা নেই। ফলে হতাশ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

আরও পড়ুন- বিদেশ সফরে নয়া নির্দেশ

Latest article