‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’(Poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-বঞ্চনা-অপমানের প্রতিবাদে উত্তাল, গর্জে উঠল কোচবিহার থেকে কাকদ্বীপ
এক পৃথিবী
এই পৃথিবীর একই মাটি
একই আকাশ বাতাস
সীমা থেকে সীমানা ছাড়িয়ে
সাগর-পাহাড় নিঃশ্বাস।
এই বিশ্বে মানুষ মহান
মহান বিশ্ব ঘর।
এ পৃথিবী একটাই দেশ
একই সূর্য ভোর।
সব দেশই সবার দেশ
সবার সাথে সবার আবেশ,
স্নেহের পরশের একটুকু ছোঁয়া
স্বপ্নে বিভোর প্রাণের হাওয়া।
উৎসবে নামে সবার আনন্দ
দেশ ও দশে জাগে জীবনছন্দ
চোখের তারায় বিশ্ব হাসে
শিউলি ফুলে, ঘাসে ঘাসে
জ্বালো আলো জ্বালো
আলো আমার আলো।