লন্ডনের (London) টেমস নদী (Thames river) থেকে এক ভারতীয় ছাত্রের দেহ উদ্ধার। এই মুহূর্তে খুন না কি আত্মহত্যা সেটা জানা যায় নি। টেমস নদীতে মৃত ছাত্রের নাম মিতকুমার পটেল (২৩)। লন্ডন পুলিশ (London police) তরফে খবর, গত সেপ্টেম্বরে উচ্চশিক্ষার জন্য ব্রিটেনে এসেছিলেন তিনি। ১৭ নভেম্বর তাঁর এক আত্মীয় তার ব্যাপারে নিখোঁজ ডায়েরি করেন। ২১ নভেম্বর পূর্ব লন্ডনের ক্যানারি হোয়ার্ফ এলাকায় নদী থেকে দেহ উদ্ধার হয়। এক পথচারী নদীতে ওই ভারতীয় ছাত্রের দেহ দেখেন। পুলিশে খবর দেন।
আরও পড়ুন-৪৮ ঘন্টার মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’
জানা যাচ্ছে, মিতকুমারের ২০ নভেম্বর শেফিল্ডে চলে যাওয়ার কথা ছিল। সেখানে শেফিল্ড হলম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পান তিনি। শুধু তাই নয়, অ্যামাজ়নে পার্টটাইম চাকরি করার কথা ছিল তাঁর। মিতকুমারের আত্মীয় পার্থ পটেল এই ঘটনায় জানিয়েছেন, প্রতি দিন মিতকুমার হাঁটতে বেরোতেন। স্বাভাবিকভাবেই ১৭ নভেম্বর হাঁটতে বেরোলেও মিতকুমার বাড়ি ফিরে না। তারপরেই নিখোঁজ ডায়েরি করা হয়। সাধারণত হাঁটতে বেরোলে ঘরের চাবি নিয়ে বেরোতেন মিত। কিন্তু সেদিন চাবি না নিয়েই চলে যান।
পুলিশের তরফে জানানো হয়, বাড়ি থেকে বেরিয়ে কোথায় কোথায় গিয়েছিলেন মিত, সেটা খতিয়ে দেখছে পুলিশ। আপাতত অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করেছে।