প্রতিবেদন : গত শুক্রবার সাময়িক যুদ্ধবিরতি শেষ হতেই হামাস ও ইজরায়েলের মধ্যে ফের শুরু হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ। নতুন করে যুদ্ধ শুরু হতেই এবার হামাস জানিয়েছে, ফের যুদ্ধবিরতি চুক্তি না হওয়া পর্যন্ত আর কোনও পণবন্দিকে মুক্তি দেওয়া হবে না। পালটা আগ্রাসী ইজরায়েলও। এদিকে যুদ্ধবিরতির পর গাজায় নতুন করে ইজরায়েলি সেনার হামলা প্রসঙ্গে উদ্বেগপ্রকাশ করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
আরও পড়ুন-জেরায় মুখ খুললেন ধৃত ইডি অফিসার, আঙ্গুল ঊর্ধ্বতন আধিকারিকের দিকে
মার্কিন ভাইস প্রেসিডেন্ট সাফ জানিয়েছেন, বহু নিরীহ প্যালেস্টাইনি এই হামলায় প্রাণ হারাচ্ছেন। যার জেরে সবচেয়ে বিপদের মুখে পড়তে হচ্ছে সাধারণ নাগরিকদের। যেসব ছবি আর ভিডিও গাজা থেকে আসছে, তা অত্যন্ত ভয়ংকর বলে মন্তব্য করেন হ্যারিস। তিনি আরও জানিয়েছেন, প্যালেস্টাইনিদের গাজা ও পশ্চিম তীর থেকে জোর করে উচ্ছেদ মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করবে না। পাশাপাশি গাজায় অবরোধ এবং নতুন সীমানা নির্ধারণও যে একেবারেই মেনে নেওয়া হবে না এ-কথাও জানিয়েছেন তিনি। তবে
আরও পড়ুন-মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হেঁটেই মধ্যপ্রদেশে জয় বিজেপির
ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, আমাদের সামনে একটা কঠিন লড়াই। কিন্তু শেষপর্যন্ত এই যুদ্ধে আমরাই জয়ী হব। এদিকে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর কাতারের মধ্যস্থতায় দোহায় ফের শান্তি-আলোচনায় বসে হামাস-ইজরায়েল। কিন্তু তা পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে খবর। ইজরায়েল সরকারের প্রতিনিধি হিসাবে এ ধরনের বৈঠকে অংশ নিচ্ছিলেন তাদের গুপ্তচর সংস্থা মোসাদের কর্তারা। শোনা গিয়েছে, তাঁদের দেশে ফিরে আসতে বলা হয়েছে। কারণ হিসেবে ইজরায়েল জানিয়েছে শান্তি বৈঠকে কাজের কাজ কিছু হচ্ছে না। এমন অবস্থায় রবিবার কাতার ব্রিটেনের সঙ্গে বৈঠকে বসতে চলেছে।