প্রতিবেদন : চাঁদ, মঙ্গলের পর এবার টার্গেট শুক্র। সূর্যের দিকে এগিয়ে চলেছে আদিত্য এল ওয়ান। অন্যদিকে গগনযানের পরীক্ষামূলক কাজকর্ম চলছে। ফের চন্দ্রযান পাঠানো হবে কি না তা নিয়েও আলোচনা হচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীদের মধ্যে। এর মাঝেই ‘শুক্রযান-১’ (Shukrayaan-1) নামের মহাকাশযান পাঠানোর প্রস্তুতি শুরু করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।
সূর্যের কাছাকাছি পৌঁছতে আদিত্য এল ওয়ান-এর আর মাত্র এক মাস সময় লাগবে। এরপরই অবজারভার তার কাজ করতে শুরু করে দেবে বলে জানাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা। তবে শুধু চাঁদ, সূর্য আর মঙ্গল নয়, এবার শুক্রগ্রহের বায়ুমণ্ডল এবং শুক্রপৃষ্ঠের গঠন নিয়ে গবেষণা করতে চায় ইসরো। এই গ্রহকে জানার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপ, জাপান এবং আমেরিকাও। বছর সাতেক আগে ইউরোপিয়ান স্পেস এজেন্সির ‘ভেনাস এক্সপ্রেস’ রওনা দেয়। জাপানের ‘আকৎসুকি ভেনাস ক্লাইমেট অরবিটার’ এখনও শুক্রগ্রহের চারিদিকে ঘুরে চলেছে। নাসার ‘পার্কার সোলার প্রোব’ও একাধিকবার শুক্রের গা ঘেঁষে উড়ে গিয়েছে। এবার পালা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার উড়ানের। মূলত প্রতিবেশী গ্রহের উপর নজরদারি চালাতেই এই মিশন। ‘শুক্রযান-১’ (Shukrayaan-1) মহাকাশযানের পেলোডে একটি হাই-রেজোলিউশন সিন্থেটিক অ্যাপার্চার অ্যান্টেনা থাকবে। শুক্রপৃষ্ঠের উপর নজরদারি চলতে গ্রাউন্ড-পেনিট্রেটিং রেডার যুক্ত করা হচ্ছে। যদি কোনও কারণে সামনের দৃশ্যমানতা কম থাকে বা কোনও বাধা-বিপত্তি থাকে তাহলেও শক্তিশালী ওই দুই রেডার নির্বিঘ্নে ইসরোকে তথ্য পাঠাতে সক্ষম। ইসরো চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, অভিযানের সব পরিকল্পনা সম্পূর্ণ হয়েছে। এমনকী পেলোডও তৈরি হয়ে গিয়েছে। তবে ‘শুক্রযান-১’ মহাকাশযানের উৎক্ষেপণ কবে, তা এখনও ঠিক হয়নি।
আরও পড়ুন- ভুল শুধরে নেওয়া দরকার, ৩ রাজ্যের ফল নিয়ে কংগ্রেসকে কটাক্ষ অভিষেকের