প্রতিবেদন : প্রাথমিক টেটের (Primary TET) দিন পরিবর্তন করল পর্ষদ। সোমবার বিজ্ঞপ্তি দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়ে দিল, আগামী ১০ ডিসেম্বর প্রাথমিকের টেট হচ্ছে না। প্রাথমিকে নিয়োগের পরীক্ষা এবার পিছিয়ে যাচ্ছে। এবার পরীক্ষা হবে ২৪ ডিসেম্বর। ওইদিন দুপুর ১২টা থেকে শুরু হবে পরীক্ষা।
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েই গৌতম পাল জানিয়েছিলেন, প্রতি বছর টেট নেওয়া হবে। সেইমতো ২০২৩ সালেও টেটের দিনক্ষণ ঘোষণা করেছিল পর্ষদ। ১০ ডিসেম্বর নির্ধারিত ছিল টেট (Primary TET)। তারপর অবশ্য জল্পনা চলছিল পরীক্ষার দিন বদল হতে পারে। সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়ে দিল ২৪ ডিসেম্বর হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট।
আরও পড়ুন-পুজোয় ৮২ হাজার কোটি টাকার ব্যবসা! বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী