প্রতিবেদন : রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। প্রায় সারাদিনই থাকবে রোদ, আকাশ থাকবে পরিষ্কার। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গের আকাশও পরিষ্কার থাকার সম্ভাবনা। তবে সোমবারের পর দার্জিলিং, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। উত্তরবঙ্গে দিন ও রাতের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না। ৩ ও ৪ তারিখ কালীপুজো ও দীপাবলিতে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু নিচে নামতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গে রাতের দিকে তাপমাত্রা আরও নামবে।
আরও পড়ুন : বিমানবন্দরে আবার সেই হৃদয়বিদারক দৃশ্য,কফিনবন্দি হয়ে ফিরলেন ৫ পর্যটক
রাজ্যের পশ্চিম প্রান্তের জেলাগুলিতে বিশেষত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে সকালের দিকে তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করবে। আগামী দু’দিনে তাপমাত্রা ২ ডিগ্রির মতো বাড়তে পারে। এক কথায়, শীতের হালকা আমেজ অনুভূত হবে। ২৩ অক্টোবর গোটা রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। কিন্তু তারপরও মাঝে মধ্যেই আকাশের মুখ ভার। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিও হয়েছে একাধিক জায়গায়। আবহাওয়াবিদদের পূর্বাভাস, কালীপুজোর সময় থেকেই এবার হালকা শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। তবে পুরোপুরি শীত কবে আসবে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে শীত।