প্রতিবেদন : বিজয় হাজারে ট্রফিতে মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামছে বাংলা (Bengal vs Punjab)। সুদীপ ঘরামিদের প্রতিপক্ষ পাঞ্জাব। জিতলে তো বটেই, হারলেও বাংলার সামনে নকআউটে ওঠার সুযোগ রয়েছে। তখন গ্রুপের দ্বিতীয় সেরা দল ঠিক করতে নেট রানরেট দেখা হবে। ৫ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপ ‘এফ’-এর শীর্ষে রয়েছে বাংলা। নেট রানরেটে (২.৩৫৫) গ্রুপের বাকি দলগুলোর থেকে অনেকটাই এগিয়ে সুদীপরা। যদিও নেট রানরেটের ভরসাও না থেকে, ম্যাচটা জিতেই নকআউটের টিকিট পেতে মরিয়া বাংলা (Bengal vs Punjab) শিবির।
আঙুলে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন অভিমন্যু ঈশ্বরন। তবে গোয়া ম্যাচে তাঁর জায়গায় ওপেন করতে নেমে দারুণ ব্যাট করছেন হাবিব গান্ধি যা ভরসা দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে। দুর্দান্ত ফর্মে রয়েছেন বাংলার দুই জোরে বোলার আকাশ দীপ এবং মহম্মদ কাইফও। গোয়ার বিরুদ্ধে দু’জনেই তিনটে করে উইকেট নিয়েছেন। আকাশ দীপ গত কয়েক মরশুম ধরেই বাংলার বোলিংয়ের অন্যতম ভরসা। মহম্মদ শামির ভাই কাইফও এই মরশুমে খুব ভাল ফর্মে।
তবে পাঞ্জাব ম্যাচের আগে টপ অর্ডারের অফ ফর্ম কিছুটা হলেও চিন্তায় রাখছে বাংলাকে। অধিনায়ক সুদীপ, অভিষেক পোড়েল, অনুষ্টুপ মজুমদাররা এখনও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। মঙ্গলবারের ম্যাচে এই ত্রয়ীর ব্যাটে রান চাইছে বাংলা শিবির।
আরও পড়ুন- ডায়মন্ড হারবারের সামনে ডোয়াবা, জয়ের ছন্দ ধরে রাখতে চান কিবু