সংবাদদাতা, বহরমপুর : রাজ্য সরকারের জনমুখী প্রকল্প ‘দুয়ারে সরকার’ শিবিরের দিন বাড়াল মুর্শিদাবাদ জেলা প্রশাসন। ১ থেকে ২, ৩, ৮ ও ৯ নভেম্বর জেলায় দুয়ারে সরকার কর্মসূচি চলবে বলে জানিয়েছেন জেলাশাসক শরদকুমার দ্বিবেদী। তিনি বলেন, দুর্গাপুজোর আগে জেলায় জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভার নির্বাচনের জন্য দুয়ারে সরকার শিবির বন্ধ রাখা হয়। পুজোর পর শিবির চালু হয়েছে। তবে এখনও অনেকেই আবেদন করতে পারেননি বলে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হল। ইতিমধ্যে জেলার ২৩ লক্ষ ৪৮ হাজার মানুষ দুয়ারে সরকারে নানা প্রকল্পে আবেদন করেছেন। এর মধ্যে খাদ্যসাথী প্রকল্পে ১ লক্ষ ১৬, স্বাস্থ্যসাথী প্রকল্পে ৩ লক্ষ ৬৬ হাজার, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১৪ লক্ষ ৩১ হাজার, কৃষকবন্ধু প্রকল্পে ১ লক্ষ ২৪ হাজার এবং শ্রমিক সুরক্ষা যোজনা প্রকল্পে ১ লক্ষ ৫ হাজার আবেদন জমা পড়ে জেলায়। সরকারি প্রকল্পের আওতায় আসার জন্য মানুষের প্রবল উৎসাহ-উদ্দীপনা বোঝা যাচ্ছে। সেই কারণে দুয়ারে সরকার শিবিরের মেয়াদ আরও পাঁচদিন বাড়ানো হল বলে জানান জেলাশাসক।