প্রতিবেদন : কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল বিধায়করা। কেন্দ্রের প্রস্তাবিত নতুন ভারতীয় ন্যায় সংহিতার (Penal Code) বিরুদ্ধে আনা প্রস্তাবের ওপর মঙ্গলবারের পর বুধবারও বিধানসভায় আলোচনা হয়। সরকার ও বিরোধী পক্ষের সদস্যরা প্রস্তাবিত বিলগুলির পক্ষে ও বিপক্ষে আলোচনা অংশ নেন। এই বিলের বিপক্ষে প্রস্তাব আনা হয় সরকারের পক্ষ থেকে।
ভোটাভুটি হয় এই নিয়ে। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১০১। বিপক্ষে পড়ে ৪২টি। পর্যুদস্ত হয় বিরোধীরা। সরকারপক্ষের বিধায়করা এই বিলগুলিকে কালা কানুন বলে চিহ্নিত করে অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন। অন্যদিকে বিরোধীদের দাবি, ঔপনিবেশিক যুগের ছায়া থেকে দেশের আইন ব্যবস্থাকে মুক্ত করতেই এই নতুন আইনের (Penal Code) প্রস্তাব। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক আলোচনায় অংশ নিয়ে অভিযোগ করেন, দেশের সংবিধানে এবং তারপরে বিভিন্ন পর্যায়ে ভারতীয় নাগরিকরা যেসব অধিকার পেয়েছেন এই আইনের মাধ্যমে তা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আলোচনার শেষে বিরোধীদের দাবি মেনে প্রস্তাবটিকে অধ্যক্ষ ভোটাভুটির জন্য পেশ করেন। এদিকে ভোটাভুটিতে প্রস্তাবটি সভায় গৃহীত হয়। প্রস্তাবের পক্ষে ১০১টি এবং বিপক্ষে ৪২টি ভোট পড়ে।
আরও পড়ুন- ‘দিন-রাতের পার্থক্য বোঝে না’, রাহুলের উপর কোনও আস্থা ছিল না প্রণবের