প্রতিবেদন : আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিকে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা (TET Exam)। ওই দিন কয়েকটি সংগঠন ময়দানে গীতাপাঠের কর্মসূচি নিয়েছে। যেখানে আমন্ত্রিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর মত তাবড় ভিভিআইপিরা। শেষ পর্যন্ত তাঁরা ওই কর্মসূচিতে যোগ দেবেন কি না তা এখনও স্পষ্ট নয়। তবে ওই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে পরীক্ষার্থীরা কোনওরকম অসুবিধার সম্মুখীন না হন সেদিকে কড়া দৃষ্টি রাখছে রাজ্য সরকার। এই বিষয়টি নিয়ে আলোচনা করতে বুধবার নবান্নে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাজ্য জুড়ে সব কেন্দ্রেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পরীক্ষার্থীদের যাতে কেন্দ্রে আসতে অসুবিধা না হয়, তার জন্য অতিরিক্ত বাসের ব্যবস্থা করতে পরিবহণ দফতরকে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। বেসরকারি পরিবহণ সংস্থাগুলিকেও বাড়তি যানবাহন নামানোর আবেদন করতে বলা হয়েছে। রেল কর্তৃপক্ষকেও উপযুক্ত ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রের আশপাশে কোনও জেরক্স দোকান খোলা থাকবে না। পরীক্ষার্থীরা নিতে পারবেন না মোবাইল। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব ভগবতী প্রসাদ গোপালিকা, স্কুল শিক্ষা, পরিবহণ, পূর্ত দফতরের কর্তারা। ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ ভিআইপিরা এলে তাঁদের নিরাপত্তা রক্ষা করে কীভাবে সুষ্ঠু পরীক্ষার আয়োজন করা যায় সে-বিষয়েও এদিন আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা (TET Exam) হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২৪ ডিসেম্বর করা হয়েছে। তিন লক্ষের বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় বসতে চলেছেন।
আরও পড়ুন- বিধানসভায় ভোটাভুটিতে জিতল সরকার পক্ষ