সাধ্বীর মিথ্যা.চার সুদীপের জবাব

লোকসভায় নিজের দেওয়া প্রশ্নের জবাব নিজেই অস্বীকার করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি।

Must read

প্রতিবেদন : লোকসভায় নিজের দেওয়া প্রশ্নের জবাব নিজেই অস্বীকার করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। বুধবার তৃণমূল সাংসদ দীপক অধিকারী (দেব)-এর লিখিত প্রশ্নে তিনি নিজেই পরিসংখ্যান দিয়েছিলেন, ভুয়ো জবকার্ডের নিরিখে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ।

আরও পড়ুন-দিনের কবিতা

যদিও বুধবার সেই জবাব অস্বীকার করলেন নিরঞ্জন জ্যোতি। প্রথমে কোনওভাবেই এই জবাবের সত্যতা মানতে রাজি হননি তিনি। পরে সাংবাদিকরা তাঁকে জবাবের লিখিত নথি দেখালে তিনি বলেন, এই জবাব সংশোধন করা হবে। সাধ্বীর এহেন ডিগবাজিতে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় পালটা তোপ দেগে বলেন, এইভাবে রিপোর্ট কখনও পালটানো যায় নাকি? রিপোর্ট তিনিই (সাধ্বী) তো দিয়েছেন। একবার সংসদে পেশ হয়ে গেলে সেটা সংসদেরই সম্পত্তি। কেন্দ্রীয় মন্ত্রীরা নিজেদেরই কাজকর্ম সম্পর্কে ওয়াকিবহাল নয়৷ এখন বিপদে পড়ে সুর পালটানোর চেষ্টা, হাস্যকর!

আরও পড়ুন-বাংলাদেশের ভোট নিয়ে কোনও চাপ দেওয়ার অধিকার নেই বিদেশিদের, নির্বাচন কমিশন

সাংবাদিকদের প্রশ্নে সর্বসমক্ষে তিনি স্পষ্ট ভাষায় ভুয়ো জব কার্ড বিষয়ক মন্তব্যে নিজের অবস্থান থেকে সরে দাঁড়িয়েছেন। ৫ ডিসেম্বর তৃণমূল সাংসদ দেবের এর লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় পরিসংখ্যান দিয়ে সংসদে সাধ্বী জানিয়েছিলেন , সর্বাধিক ভুয়ো জব কার্ড রয়েছে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ-সহ অন্যান্য বিজেপির জোট রাজ্যে । পশ্চিমবঙ্গে সেই তুলনায় ভুয়ো জব কার্ড হোল্ডারদের সংখ্যা তলানিতে । বুধবার সংসদীয় পরিসরে এই প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করায় রীতিমতো আকাশ থেকে পড়েন সাধ্বী। বলেন, এ রিপোর্ট ভ্রান্তিপূর্ণ। এ বিষয়ে কিছুই জানি না। বাংলাতেই ভুয়ো জব কার্ডের সংখ্যা সর্বাধিক, উত্তরপ্রদেশে নয়। বিষয়টি খতিয়ে দেখতে আপ্ত সহায়কদের নির্দেশও দেন তিনি এবং প্রকাশ্যেই বলেন এই জবাব সংশোধন করে দেওয়া হবে।

Latest article