প্রতিবেদন : প্রধানমন্ত্রীর পর এবার বিবিসির চেয়ারম্যান পদেও ভারতীয় বংশোদ্ভূত। বিখ্যাত সাংবাদিক ড. সমীর শাহ হচ্ছেন বিবিসির নয়া চেয়ারম্যান। ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার পর এবার সরকারি সম্প্রচার মাধ্যম বিবিসির দায়িত্ব পেলেন সমীর। ৪০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে এই ভারতীয় বংশোদ্ভূতর। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে জন্মগ্রহণ করেন সমীর। ৭১ বছর বয়সি সমীর বর্তমানে জুনিপার কমিউনিকেশনের সিইও। তবে জানা যাচ্ছে, বিবিসির চেয়ারম্যান হিসাবে, সমীর সপ্তাহে ৩ দিন কাজ করবেন। যার জন্য তিনি বছরে ১.৬৭ কোটি টাকা বেতন পাবেন।
আরও পড়ুন-কেন্দ্রীয় মন্ত্রীর আপত্তিকর মন্তব্য প্রতিবাদে উত্তাল হল বিধানসভা
শাহ এর আগে বিবিসির বোর্ড পরিচালনা করতেন। তিনি বিবিসিতে রাজনীতি ও বর্তমান বিষয় সংক্রান্ত একাধিক উল্লেখযোগ্য খবর বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন। আর সেকারণেই ২০১৯ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ তাঁকে ‘কম্যান্ডার অফ দ্য মোস্ট এক্সেলেন্ট অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার’ পুরস্কারে সম্মানিত করেন। বিবিসি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হওয়ার পর সমীর শাহ বলেন, আমার অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে আমি যদি আগামী বছরগুলোতে এই প্রতিষ্ঠানকে আরও উন্নত পর্যায়ে পৌঁছে দিতে পারি, তাহলে সেটা আমার জন্য সম্মানের। আমি আপ্রাণ চেষ্টা করব প্রতিমুহূর্তে আমার যে দায়িত্ব তা যথাযথভাবে পালন করার।